ঢাকা বুধবার
২২ জানুয়ারী ২০২৫
০৫ ফেব্রুয়ারি ২০২৩

সরকারের ১৪ বছরের অপকর্মের হিসাব দিতে হবে


Reporter01
398

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:০২:৪৫ এএম
সরকারের ১৪ বছরের অপকর্মের হিসাব দিতে হবে



গত ১৪ বছর যেসব অপকর্ম করা হয়েছে, তার হিসাব জনগণকে একদিন দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণফোরামের (মন্টু, সাইয়িদ ও সুব্রত) সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। তিনি বলেছেন, অতীতে অনেক সরকার এভাবে টিকে থাকতে চেয়েছিল। কিন্তু তাদের কী পরিণতি হয়েছে, তা বুঝতে হবে। আজ শনিবার বিকেলে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে এসব কথা বলেন সুব্রত চৌধুরী। গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং নিরপেক্ষ–নির্দলীয় সরকারের দাবিতে যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। সমাবেশে সুব্রত চৌধুরী অভিযোগ করেন, সরকার দালাল ও তোষামোদকারী তৈরি করে এই দেশে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। তবে পাকাপোক্ত করা যাবে না। প্রধানমন্ত্রীর উদ্দেশে সুব্রত বলেন, ‘আপনার দিন শেষ হয়ে গেছে। যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে না দেন, অচিরেই জনগণ আপনাকে গামছা দিয়ে টেনে ক্ষমতাচ্যুত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।’ সরকারের বিরুদ্ধে সবাই রাজপথে নেমেছে উল্লেখ করে বাংলাদেশ পিপলস পার্টির সভাপতি বাবুল সরদার চাখারী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘দুই–পাঁচজনকে সুবিধা দিয়ে টিকে থাকতে পারবেন না। এটা কোনোভাবেই সম্ভব নয়। সব রাজনৈতিক দল আপনার পদত্যাগ চাচ্ছে।’ সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেন সুব্রত চৌধুরী। তিনি বলেন, ১১ ফেব্রুয়ারি শনিবার সারা দেশের সব ইউনিয়নে পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। গণফোরামের সাংগঠনিক সম্পাদক রওশন ইয়াজদানির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গণফোরামের নির্বাহী সভাপতি এ কে এম জগলুল হায়দার, বাংলাদেশ পিপলস পার্টির কো–চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহাসচিব আবদুল কাদের, গণফোরামের নেতা হামিদুর রহমান প্রমুখ।

আরও পড়ুন: