ঢাকা বুধবার
২২ জানুয়ারী ২০২৫
০৫ ফেব্রুয়ারি ২০২৩

‘বিএনপি দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে ষড়যন্ত্র করছে’


Reporter01
357

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:০২:১২ এএম
‘বিএনপি দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে ষড়যন্ত্র করছে’



বরিশালে আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ বক্তারা বলেছেন, বিএনপি দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ রাজপথে থেকে বিএনপির এসব ষড়যন্ত্র প্রতিহত করবে। শনিবার বিকেলে বরিশাল নগরের ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রবিরোধী শান্তি সমাবেশ’ হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। সমাবেশে আফজাল হোসেন বলেন, যারা দেশে আগুন সন্ত্রাস করেছে, মানুষ পুড়িয়ে মেরেছে, সেই বিএনপি আবার মাঠে নেমেছে। উন্নয়ন বাধাগ্রস্ত করতে স্বাধীনতাবিরোধী মৌলবাদী শক্তির সঙ্গে জোট বেঁধেছে এই দল। দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের ওপর ভর করে শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছেন মন্তব্য করে আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে যেসব উন্নয়ন করার কথা কল্পনাও করতে পারেনি, শেখ হাসিনার নেতৃত্বে দেশে সেই উন্নয়ন হয়েছে। যারা বাংলা ভাই, শায়খ আবদুর রহমান সৃষ্টি করে দেশে জঙ্গিবাদের বীজ বপন করেছিল, তারা আবার দেশ ধ্বংসের জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা নাকি দেশে আবার ’৭৫ সালের পুনরাবৃত্তি ঘটাবে। আওয়ামী লীগ তা ঘটাতে দেবে না। জনগণকে সঙ্গে নিয়েই লড়াই–সংগ্রাম করে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় এসেছে এবং আগামী দিনেও জনগণের সমর্থন নিয়ে শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করবেন। সমাবেশে আফজাল হোসেন আরও বলেন, অতীতে বিএনপি উন্নয়নের নামে দেশের সম্পদ লুটপাট করেছে, গণতন্ত্র হরণ করেছে। দেশবাসী এখন আর বিএনপিকে বিশ্বাস করে না। সমাবেশে অন্য বক্তারা বলেন, বিএনপি নিজেরাই গৃহদাহে জ্বলছে, তারা কীভাবে দেশ চালাবে? তারা বিভিন্ন দাবিতে সভা-সমাবেশ করছে। কিন্তু কোনো সভা–সমাবেশে নিজেদের করা উন্নয়নের কথা বলতে পারে না। কীভাবে বলবে? খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এতিমের টাকা চুরি করেছেন। সেই মামলায় তিনি দণ্ডিত হয়েছেন। আর তারেক জিয়া টাকা পাচার ও সন্ত্রাস করে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত হয়ে বিদেশে পালিয়ে আছেন। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা দেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ; আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য গোলাম রব্বানী, আনিসুর রহমান; জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস; সহসভাপতি সৈয়দ আনিসুর রহমান; মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম, গাজী নইমুল ইসলাম; মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ। সমাবেশ সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার।

আরও পড়ুন: