সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা কি না, প্রশ্ন চেয়ারম্যানের
Reporter01
398
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:০২:১৫ এএম
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম আসল বীর মুক্তিযোদ্ধা কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন।
সখীপুর উপজেলার নবগঠিত হতেয়া-রাজাবাড়ী ইউনিয়নের কেরানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে গত সোমবার এ ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গিয়াস উদ্দিন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
২০২১ সালে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম। গিয়াস উদ্দিনও একজন তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা।
বক্তব্যের ভিডিওতে দেখা যায়, গিয়াস উদ্দিন বলছেন, ‘আমি যত দিন মুক্তিযুদ্ধে ছিলাম, মামুরে দেহি নাই। এডার নিগা যদি দোজখেও দেয়, দোজখে গিয়েও শান্তি পামু। কারণ, এইটা আমি সত্য কথা বললাম।’ এ সময় মঞ্চে থাকা একজন দাঁড়িয়ে প্রশ্ন করেন, ‘গিয়াস ভাই যে বলল, মামু মুক্তিযোদ্ধা না। সেই মুক্তিযোদ্ধা কে? নাম কী?’
জবাবে গিয়াস উদ্দিন বলেন, ‘মামুডা হইল আমাদের বর্তমান মাননীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। যা–ই হোক, ইডা মামুরেও দোষী না। আমাগোও দোষ আছে। সরকারেরও বদনাম আছে। যারা পথ দেখায়ছে, তারা দোষী।’
২০১৮ সালে সংসদ সদস্য হওয়ার পর ২০২১ সালে জোয়াহেরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন। একাধিক বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা বলেছেন, জোয়াহেরুল ইসলাম মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা রেখেছেন, এটা তাঁরা কোনো দিন দেখেননি বা শোনেননি। জোয়াহেরুল ইসলাম নিজেও কখনো নিজেকে বীর মুক্তিযোদ্ধা দাবি করতেন না।
ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনের বক্তব্যের বিষয়ে জানতে চাইরে সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম শনিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘এটা বিরোধিতার জন্য বিরোধিতা করা। এর কোনো মানে হয় না। আমি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা। তিনি আমার রাজনৈতিক প্রতিপক্ষদের হয়ে আমাকে ছোট করার জন্য এসব করছেন।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ওসমান গনি প্রথম আলোকে বলেন, সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য অনলাইনে কোনো আবেদন করেননি। ২০১৭ সালে বীর মুক্তিযোদ্ধা যাচাই–বাছাই কমিটির সাক্ষাৎকার বোর্ডেও তিনি উপস্থিত হননি। তিনি অবৈধ উপায়ে সংসদ সদস্যের ক্ষমতাবলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) তদবির করে ২০২১ সালে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন।
ভাইরাল হওয়া গিয়াস উদ্দিনের ওই ভিডিওতে ওসমান গনিকে বলতে দেখা যায়, ‘সেদিন জহির মাস্টাররে বানাইছে সাক্ষী। তার কাছে কাটা রাইফেল না কী কী জানি জমা দিছাল। আমার পরিষদে আইছাল, জহির মাস্টাররে কইলাম, স্যার, কবে কাটা রাইফেল জমা দিছাল? কয়, থুইন ছেন দেহি। আমি কইলাম, এ ব্যবসা কবে থিকা নইছেন। আমাদের সামনেও মুক্তিযোদ্ধা মারা গেছে। কেউ তার কোনো প্রতিফল দিতে পারি নাই। কাজেই মুক্তিযুদ্ধে না যাইয়া মুক্তিযোদ্ধা। আর কেউ শরম না পাইলেন, আমি শরম পাইছি।’
এ প্রসঙ্গে বাসাইলের হাবলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৯৭১ সালে জোয়াহেরুল ইসলাম মুক্তিযুদ্ধ করেছেন, এমন কোনো তথ্য–প্রমাণ তাঁর কাছে নেই। ওই সময় তিনি কোনো কাটা রাইফেল জমা দেননি।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
কে হচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপতি, জানা যাবে সন্ধ্যায়
০৭ ফেব্রুয়ারি ২০২৩
জি এম কাদেরের ওপর দেওয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত
০৬ ফেব্রুয়ারি ২০২৩
বিএনপি ‘আগুনসন্ত্রাসে’ ঝুঁকে যেতে পারে, শঙ্কা ওবায়দুল কাদেরের
০৬ ফেব্রুয়ারি ২০২৩
আগামী নির্বাচনে সম্ভাবনা নেই, তাই বাহানা করছে বিএনপি: তথ্যমন্ত্রী
০৫ ফেব্রুয়ারি ২০২৩
সরকারের ১৪ বছরের অপকর্মের হিসাব দিতে হবে
০৫ ফেব্রুয়ারি ২০২৩
‘বিএনপি দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে ষড়যন্ত্র করছে’
০৫ ফেব্রুয়ারি ২০২৩