সাত গোলের পচানিতে আমি কান্না করেছিলামঃ ম...
আমি ব্রাজিল সাপোর্ট করি। ব্রাজিলের খেলাটা দেখা হয়, কারণ ওদের খেলার আলাদা স্টাইল আছে। এবারের বিশ্বকাপ যাত্রাও ব্রাজিল দারুণভাবে শুরু করেছে। আশা করছি, শেষটাও ভালো হবে। তবে আজকের খেলায় আমার প্রিয় খেলোয়াড় নেইমারকে মিস করব। ওর ইনজুরি দলকে ব্যাকফুটে ফেলেছে।
শুধু নেইমার নয়, আরও দু-তিনজন তারকা খেলোয়াড় আজ মাঠে নামতে পারবে না। এ জন্য একটু খারাপ লাগছে। তবে জয় নিয়েই ব্রাজিল মাঠ ছাড়বে। বরাবরের মতো আজও বাসায়...
ডেস্ক রিপোর্ট ২ বছর আগে