ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৫ ফেব্রুয়ারি ২০২৩

দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ও সর্বনিম্ন দলের মূল্য কত!


ডেস্ক রিপোর্ট
212

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ | ০৪:০৯:৫৩ পিএম
দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ও সর্বনিম্ন দলের মূল্য কত! ফাইল-ফটো



মাত্র ৫৪ দিন পর মরুর বুকে প্রথমবার ঝড় তুলবে কাতার বিশ্বকাপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। আসন্ন কাতার বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের মোট দশটি দশ অংশ নেবে। কাতার বিশ্বকাপেও ব্রাজিল এবং আর্জেন্টিনাকে নিয়ে শিরোপা জয়ের বাজি ধরছে অনেকেই। চলুন বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে জেনে নেই এই মহাযজ্ঞে অংশ নেয়া ল্যাতিন আমেরিকার দলগুলোর বাজার মূল্য কতো।

দেশগুলোর খেলোয়াড়দের বিভিন্ন ক্লাবের মূল্য অনুযায়ী বাজার মূল্য নির্ধারণ করেছে ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট।

[caption id="attachment_4876" align="aligncenter" width="691"]ব্রাজিল ব্রাজিল[/caption]

১) ব্রাজিলঃ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ ৪৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছে। দেশটির প্লেয়াররা বর্তমানে ইউরোপিয়ান লিগগুলোতে ধাপিয়ে বেড়াচ্ছে। ট্রান্সফার মার্কেটের হিসেব অনুযায়ী ব্রাজিল ফুটবল দলের মূল্য ১.০৫ বিলিয়ন ইউরো।

[caption id="attachment_4875" align="aligncenter" width="690"]আর্জেন্টিনা আর্জেন্টিনা[/caption]

২) আর্জেন্টিনাঃ ৩৯ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের এবারের আসরের টিকিট নিশ্চত করে আর্জেন্টিনা। ট্রান্সফার মার্কেটের হিসেব অনুযায়ী তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেসিরা।  দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বাজার মূল্য ৬৭১ মিলিয়ন ইউরো।

[caption id="attachment_4874" align="aligncenter" width="689"]উরুগুয়ে উরুগুয়ে[/caption]

৩) উরুগুয়েঃ কাতার বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ ২৮ পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে উরুগুয়ে। ফিফা বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়নদের  ট্রান্সফার মার্কেটে মূল্য ৩৭৫.৪০ মিলিয়ন ইউরো।

[caption id="attachment_4873" align="aligncenter" width="695"]কলাম্বিয়া কলাম্বিয়া[/caption]

৪) কলাম্বিয়াঃ দক্ষিণ আমেরিকার পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থান থেকে বিশ্বকাপে জায়গা করে নেয়া কলাম্বিয়ার ট্রান্সফার মার্কেটে মূল্য ২৯৪.৯০ মিলিয়ন ইউরো।

[caption id="attachment_4872" align="aligncenter" width="678"]ইকুয়েডর ইকুয়েডর[/caption]

৫) ইকুয়েডরঃ ল্যাতিন আমেরিকা অঞ্চলের আরেক ফুটবল পরাশক্তি ইকুয়ের ২৬ পয়েন্ট নিয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। ট্রান্সফার মার্কেটে তাদের মূল্য ১২০.৮০ মিলিয়ন ইউরো।

[caption id="attachment_4871" align="aligncenter" width="678"]চিলি চিলি[/caption]

৬) চিলিঃ দক্ষিণ আমেরিকার সপ্তম দল হিসেবে বিশ্বকাপের ২২তম আসরে অংশ নেয়া চিলির ট্রান্সফার মার্কেটের হিসেব অনুযায়ী মূল্য ৮০.১০ মিলিয়ন ইউরো।

[caption id="attachment_4870" align="aligncenter" width="697"]প্যারাগুয়ে প্যারাগুয়ে[/caption]

৭) প্যারাগুয়েঃ কাতার বিশ্বকাপে কোয়ালিফা করা দক্ষিণ আমেরিকার অষ্টম দল প্যারাগুয়ে। ট্রান্সফার মার্কেটে তাদের মূল্য ৫৮.৮৫ মিলিয়ন ইউরো।

[caption id="attachment_4869" align="aligncenter" width="703"]পেরু পেরু[/caption]

৮) পেরুঃ ল্যাতিন আমেরিকা অঞ্চলের অন্যতম শক্তিশালী দল পেরু। পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ নিশ্চিত করে তারা। পেরুর ট্রান্সফার মার্কেটে মূল্য ৫৬.৬৮ মিলিয়ন ইউরো।

[caption id="attachment_4868" align="aligncenter" width="691"]ভেনেজুয়েলা ভেনেজুয়েলা[/caption]

৯) ভেনেজুয়েলাঃদশম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে দক্ষিণ আমেরিকার দল ভেনেজুয়েলার ট্রান্সফার মার্কেটে মূল্য ৪৪.৬০ মিলিয়ন ইউরো।

[caption id="attachment_4867" align="aligncenter" width="681"]বলিভিয়া বলিভিয়া[/caption]

১০) বলিভিয়াঃ কাতার বিশ্বকাপে কোয়ালিফা করা দক্ষিণ আমেরিকার নবম দল বলিভিয়া। ওই অঞ্চলের দলগুলোম মধ্যে  ট্রান্সফার মার্কেটে তাদের অবস্থান দশম। বলিভিয়া ট্রান্সফার মার্কেটে মূল্য ১৩.৭৩ মিলিয়ন ইউরো।


আরও পড়ুন: