ঢাকা বুধবার
২২ জানুয়ারী ২০২৫
১৫ ফেব্রুয়ারি ২০২৩

১০ দিন পরেও ধ্বংসস্তুপ থেকে একজনকে জীবিত উদ্ধার


ডেস্ক রিপোর্ট
257

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:০২:৪৮ পিএম
১০ দিন পরেও ধ্বংসস্তুপ থেকে একজনকে জীবিত উদ্ধার ফাইল-ফটো



তুরস্কের ধ্বংসস্তুপ থেকে বৃহস্পতিবারও এক কিশোরীকে জীবিত উদ্ধার করার খবর পাওয়া গেছে। উদ্ধারকারীরা জানিয়েছে, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় এলাকা কাহরামানমারাস থেকে ২৪৮ ঘণ্টা পর ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

৭.৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় ৪১ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি জানিয়েছে, তুরস্কে এই ভূমিকম্পে ৩৬ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। আহত হয়েছে এক লাখের বেশি মানুষ।

বুধবারও ২২২ ঘণ্টা পর এক ৪০ বছর বয়সী নারীকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

বন্যা দুর্গতদের জন্য একশ’ ৬০ কোটি ডলার দান করেছে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক।

তুরস্কে এখন ভূমিকম্প কবলিত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বাস্তুহারা মানুষদের পুনর্বাসনে কাজ করছে বিভিন্ন সরকারি ও বেসরাকারি সংগঠন।


আরও পড়ুন: