কাতার বিশ্বকাপের উত্তেজনা জামালপুরের ঘরে
ডেস্ক রিপোর্ট
197
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ০৬:০৯:৪৫ পিএম
জামালপুরের ইসলামপুর উপজেলায় আর্জেন্টিনা ও ব্রাজিলের জাতীয় পতাকার রঙে নিজেদের বাড়ি রাঙিয়েছেন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি ও নেইমার দ্য সিলভা সান্তোসের দুই ভক্ত। তাও একই গ্রামে, পাশাপাশি স্থানে। বাড়ি দুটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অনেকে।
ওই দুই ভক্ত হলেন ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা পূর্বপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মিনহাজ ইসলাম এবং একই এলাকার বাদশা আলমের ছেলে শামীম হাসান।
মিনহাজ ইসলামপুর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি প্রতিবেশী শামীম হাসানের দেখাদেখি তার বাড়িকে রাঙিয়েছেন ব্রাজিলের পতাকার আদলে। তিনি জানান, প্রতিবেশী শামীম হাসান যেমন মেসি ও আর্জেন্টিনার ভক্ত, তেমনি তিনিও নেইমার ও তার দেশ ব্রাজিলের ভক্ত। তাই বাবার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে বাড়িকে প্রিয় দেশ ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়ে তোলেন।
মিনহাজ ইসলাম বলেন, যে যাই বলুক, এবারের বিশ্বকাপে ফেবারিট টিম ব্রাজিল। তাই এবারের বিশ্বকাপ তার পছন্দের দেশ ব্রাজিলের ঘরে উঠবে।
মিনহাজ ইসলামের এক বাড়ি পরেই ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত শামীম হাসানের বাড়ি। পাঁচ ভাইবোনের সবার ছোট শামীম হাসান ইসলামপুর ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
শামীম হাসান জানান, ছোটকাল থেকেই তিনি মেসির ভক্ত। পড়াশোনার পাশাপাশি একটি দোকান পরিচালনা করেন। সেই দোকানের জমানো টাকা থেকেই গত তিন মাস আগে তার বাড়িকে রাঙিয়েছেন আর্জেন্টিনার পতাকার আদলে। যার মাঝখানে রয়েছে মেসির ছবি। ছবির একপাশে রয়েছে মাতৃভূমি বাংলাদেশের পতাকাও। তার দেখাদেখি মিনহাজ নামের তার এক প্রতিবেশী তার বাড়িকে রাঙিয়েছেন তার পছন্দের দেশ ব্রাজিলের পতাকার আদলে।
শামীম হাসানের ভাষ্য, এবারের বিশ্বকাপে তার দল আর্জেন্টিনা সবার সেরা। আসন্ন কাতার বিশ্বকাপে তার দল আর্জেন্টিনা কাপ নেবে।
মিনহাজ ও শামীমের এ ফুটবল উম্মাদনা দেখে এলাকাবাসীও মুগ্ধ। তাই ছোট্ট এ গ্রামটিতে শুরু হয়েছে আসন্ন কাতার বিশ্বকাপের আমেজ। মেসি ও নেইমার ভক্তরা রাত-দিন খুনসুটি চালিয়ে যাচ্ছেন পাড়া-মহল্লা, চায়ের স্টলে।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
বিপিএল চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজ মানি কত?
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিভি পর্দায় আজকের খেলার সময়সূচি
১৬ ফেব্রুয়ারি ২০২৩
তারকাঠাসা পিএসজিকে হারের স্বাদ দিলো বায়ার্ন মিউনিখ
১৫ ফেব্রুয়ারি ২০২৩
স্পেনে নির্বাসিত ইরানের শীর্ষ দাবাড়ু
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পিএসএল মাতাতে পাকিস্তান যাচ্ছেন সাকিব
১৪ ফেব্রুয়ারি ২০২৩
জীবনের শেষ পেনাল্টি ঠেকিয়ে মারা গেলেন গোলরক্ষক
১৪ ফেব্রুয়ারি ২০২৩