মায়ের আশ্রয়ে মেসি
এই ছবিটাই হয়তো কাতার বিশ্বকাপের সেরা ছবি। বিশ্ব জয়ী পুত্র তার মায়ের কাছে ঠাই খুঁজে নিয়েছেন, গড়েছেন আশ্রয়। মেসি তো জানেন কতোটা দীর্ঘ খরার পর কাতারের মরুর বুকে তিনি পেলেন এমন বৃষ্টির দেখা। কতো নির্ঘুম রাতের পর এলো এমন শান্তি। কতো সংগ্রাম মেসিকে করতে হয়েছে এই রাতটার জন্য। ফুটবলে সব পেয়েছিলেন মেসি। সবই করেছিলেন জয়। তবুও কেউ বলতো মেসি ক্লাব ফুটবলে ভালো, তবে দেশের জার্সি গায়ে শিরোপা জেতা ম্যারাডোনা নয়!...
খেলা ডেস্ক ২ বছর আগে