মেসির জীবনের প্রথম সাক্ষাৎকার
খেলা ডেস্ক
214
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২ | ০৫:১২:৩৭ পিএম
আর্জেন্টিনার ছোট্ট শহর রোজারিও থেকে মেসি যখন স্পেনে আসলেন, তখন তার বয়স ১৩। ইউরোপে যাওয়ার কয়েক মাস আগে রোজারিওভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম ‘ডায়ারিও লা ক্যাপিটাল’ নামে এক পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছিলেন মেসি। সাক্ষাৎকারটিকে বলা হচ্ছে মেসির ‘জীবনের প্রথম সাক্ষাৎকার’।
সাক্ষাৎকারটিতে মেসিকে তার প্রিয় নায়ক থেকে শুরু করে স্বপ্ন নিয়ে অনেকগুলো প্রশ্ন করা হয়। ইংলিশ দৈনিক ডেইলি মেইলের সৌজন্য ডেইলি বাংলাদেশ পাঠকদের জন্য সেটি তুলে ধরা হলো।
নায়ক: দুজন, আমার বাবা হোর্হে এবং দত্তক পিতা ক্লডিও।
প্রিয় কোচ: গ্যাব্রিয়েল, মোরালিস, ডমিঙ্গেজ, ভেচ্চো এবং করিয়া।
প্রিয় ফিটনেস কোচ: পাবলো সানচেজ।
প্রিয় খেলোয়াড়: দুজন, ভাই আর চাচাতো ভাই।
প্রিয় দল: নিউ ওয়েলস।
প্রিয় শখ: গান শোনা।
যে ধরনের গান প্রিয়: কোয়ারতেতো এবং কাম্বিয়া।
প্রিয় টিভি প্রোগ্রাম: প্রিমিসিয়াস।
প্রিয় ম্যাগাজিন: প্যাসিয়ন রোহিনেগ্রা (নিউ ওয়েলসের ফ্যান ম্যাগাজিন)
প্রিয় বই: বাইবেল।
প্রিয় সিনেমা: বেবিজ ডে আউট।
ফুটবলের বাইরে অন্য প্রিয় খেলা: হ্যান্ডবল।
প্রিয় মডেল: নিকোল নিউম্যান।
প্রিয় খাবার: চিকেন ও সস।
প্রিয় বিষয়: স্প্যানিশ।
প্রিয় চাকরি: শারীরিক শিক্ষার (পিই) শিক্ষক।
লক্ষ্য: মধ্যমিক স্কুল শেষ করা।
আনন্দের উপলক্ষ: আমরা যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম।
শোকাবহ দিন: আমার দাদির মৃত্যু।
আশা: নিউ ওয়েলসের হয়ে প্রথম বিভাগ খেলা।
প্রিয় স্মৃতি: দাদির সঙ্গে ফুটবল খেলতে যাওয়া।
স্বপ্ন: আর্জেন্টিনার হয়ে খেলা।
বলার মতো গল্প: পেরুতে গিয়ে চ্যাম্পিয়ন
অনুপ্রেরণা: যে জিনিস মানুষের কখনও হারানো উচিত নয়।
ভালো লাগার উপলক্ষ্য: আর্জেন্টিনার যুব দলের হয়ে খেলা
পরিবার: বাবা হোর্হে, মা সিলিয়া এবং ভাইবোন রড্রিগো, নাতালিয়া ও মারিসোল।
বন্ধু: আমার সৌভাগ্য যে আমার অনেক বন্ধু আছে। নামগুলো শেষ হবার নয়।
তোমার জীবনে নিঊ ওয়েলস কী?: সবকিছু।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
বিপিএল চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজ মানি কত?
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিভি পর্দায় আজকের খেলার সময়সূচি
১৬ ফেব্রুয়ারি ২০২৩
তারকাঠাসা পিএসজিকে হারের স্বাদ দিলো বায়ার্ন মিউনিখ
১৫ ফেব্রুয়ারি ২০২৩
স্পেনে নির্বাসিত ইরানের শীর্ষ দাবাড়ু
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পিএসএল মাতাতে পাকিস্তান যাচ্ছেন সাকিব
১৪ ফেব্রুয়ারি ২০২৩
জীবনের শেষ পেনাল্টি ঠেকিয়ে মারা গেলেন গোলরক্ষক
১৪ ফেব্রুয়ারি ২০২৩