মেসি-ডি মারিয়াতে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা
খেলা ডেস্ক
212
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২ | ১০:১২:৪৫ পিএম
মাঠে গড়ালো কাতার বিশ্বকাপের ফাইনাল। এ মহারণে প্রথম গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। এরপরই গোল পান ডি মারিয়া। এতেই ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলো লিওনেল স্কালোনির শিষ্যরা।
রোববার লুইসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নেমেছে ফরাসি ও আলভিসেলেস্তেরা।
এমন ম্যাচের শুরুতেই আক্রমণত্মক খেলতে থাকে আর্জেন্টিনা। পুরো দলই চায় আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির হাতে বিশ্বকাপ তুলে দিতে। পরপর দুটি আক্রমণ করে ফ্রান্সের গোল বারে। তবে তা তাতা হয়ে রক্ষা করেন গোল কিপার হুগো লরিস।
বল নিয়ে ছুটছেন ডি মারিয়া। ডিবক্সের মধ্যেই তাকে রুখতে গিয়ে ধাক্কা দেন ফ্রান্সের উসমান ডেম্বেলে। ভাগ্য হয়তো আজ আর্জেন্টিনার পক্ষে। রেফারি ফাউল ডাকেন। বরাবরের মত পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টিতে বারবার আর্জেন্টিনাকে গোল এনে দিয়েছেন আর্জেন্টিনার প্রাণ ভোমরা লিওনেল মেসি।
এবারো নিজের অভিজ্ঞতা কাজে লাগালো বিশ্বসেরা এ খেলোয়াড়। ২৩ মিনিটে মেসির শর্ট রুখেত ব্যর্থ হলো লরিস। স্টেডিয়ান কাঁপিয়ে শোনা গেল গোল। ১-০গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা।
ফের গোলের দেখা পেল আর্জেন্টিনা। তবে এবার আর মেসি নয়। গোল করলেন ২০১৪ সালে ইনজুরির কারণে বিশ্বকাপের ফাইনালে খেলতে না পারা ডি মারিয়া।
৩৬ মিনিটে ম্যাক অ্যালিস্টারের পাসে গোলকি লরিসকে কাটিয়ে গোল করেন এ উইঙ্গার।
এভাবে চলতে থাকে আর্জেন্টিনার আক্রমণ। প্রথমার্ধে ফ্রান্সের গোল বারে ৬ বার বল পাঠায় মেসিবাহিনী। তার মধ্যে ২ টি গোল তুলে নেন তারা। তব একটি বলও আর্জেন্টিনার জালে শর্ট করতে পারেনি দেশমের শিষ্যরা। চেষ্টা যে করেনি তা নয়। তবে স্কালোনের শিষ্যরা তাদের সে সুযোগ দেয়নি।
২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বিশ্বকাপের দাবিদার আর্জেন্টিনা।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
বিপিএল চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজ মানি কত?
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিভি পর্দায় আজকের খেলার সময়সূচি
১৬ ফেব্রুয়ারি ২০২৩
তারকাঠাসা পিএসজিকে হারের স্বাদ দিলো বায়ার্ন মিউনিখ
১৫ ফেব্রুয়ারি ২০২৩
স্পেনে নির্বাসিত ইরানের শীর্ষ দাবাড়ু
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পিএসএল মাতাতে পাকিস্তান যাচ্ছেন সাকিব
১৪ ফেব্রুয়ারি ২০২৩
জীবনের শেষ পেনাল্টি ঠেকিয়ে মারা গেলেন গোলরক্ষক
১৪ ফেব্রুয়ারি ২০২৩