ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৫ ফেব্রুয়ারি ২০২৩

মাটিতে ফেলে শিশুর কান ছিঁড়ে খেল পিটবুল


ডেস্ক রিপোর্ট
196

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২২ | ০৬:০৯:৩১ পিএম
মাটিতে ফেলে শিশুর কান ছিঁড়ে খেল পিটবুল ফাইল-ফটো



ভারতের উত্তরপ্রদেশে আবারও সামনে এলো পিটবুলের ভয়াবহ আক্রমণের ঘটনা। গাজিয়াবাদে একটি মেয়ের কান কামড়ে ছিঁড়ে নেয় পিটবুল প্রজাতির কুকুর। দিল্লির গঙ্গারাম হাসপাতালে মেয়েটির অস্ত্রোপচার করা হয়। মেয়েটির বাবা প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

গাজিয়াবাদের লনি বর্ডার থানা এলাকার রাহুল গার্ডেন কলোনির বাসিন্দা প্রেম কুমারের ছোট মেয়ে খোয়াইশ প্রতিবেশীর পোষা একটি পিটবুল প্রজাতির একটি কুকুরের আক্রমণে মারাত্মকভাবে জখম হয়। ঘটনার সময় খোয়াইশ বাড়ির বাইরে দোলনায় দোল খাচ্ছিল। কুকুরটি দোলনার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাকে দোলনা থেকে টেনে মাটিতে ফেলেই কামড়াতে থাকে। তার কান কামড়ে ছিঁড়ে ফেলে বলে জানা গেছে।

পরে দ্রুত মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেয়েটির কানের অবস্থা দেখে গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

প্রেম কুমারকে তার মেয়ের চিকিৎসার আশ্বাস দিয়েছিলেন পিটবুল কুকুরের মালিক। কিন্তু পরে চিকিৎসার খরচ না দেওয়ায় প্রেম কুমার থানায় অভিযোগ করেন। পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।


আরও পড়ুন: