ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৫ ফেব্রুয়ারি ২০২৩

চাঁদে গাছ লাগাবে অস্ট্রেলিয়া,হবে আবাসিক এলাকা!


ডেস্ক রিপোর্ট
213

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২২ | ০৫:১০:৫৫ পিএম
চাঁদে গাছ লাগাবে অস্ট্রেলিয়া,হবে আবাসিক এলাকা! ফাইল-ফটো



অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ২০২৫ সালের মধ্যে চাঁদে গাছ লাগানোর প্রচেষ্টা চালাচ্ছে। দেশটির বিজ্ঞানীরা ভবিষ্যতের আবাসিক এলাকা গড়ে তুলতে নতুন এই মিশনে নেমেছে। শুক্রবার (৭ অক্টোবর) বিজ্ঞানীরা চন্দ্রাভিযানের ঘোষণা দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির উদ্ভিদ বিজ্ঞানী ব্রেট উইলিয়ামস বলেন, চাঁদে গাছ লাগানোর জন্য উদ্ভিদের বীজগুলো ইসরায়েলি মহাকাশযান বেরেশিত-২-এর মাধ্যমে বহন করে চাঁদে নিয়ে যাওয়া হবে।

মহাকাশযানটি চাঁদে অবতরণের পর বীজগুলো একটি বায়ুরুদ্ধ চেম্বারের মধ্যে রেখে পানি দেওয়া হবে এবং একই সঙ্গে তাদের অঙ্কুরোদ্গম ও বৃদ্ধি পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি।

চন্দ্রাভিযানে এই প্রকল্প অস্ট্রেলিয়া ও ইসরায়েলের বিজ্ঞানীদের যৌথ উদ্যোগে লুনারিয়া ওয়ান সংস্থা পরিচালনা করছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

মূলত উদ্ভিদগুলো চরম পরিস্থিতে কতটা খাপ খাইয়ে নিতে পারে এবং তাদের বৃদ্ধির হারের ওপর ভিত্তি করে নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে বিজ্ঞানীদের একটি সম্ভাব্য পছন্দ হচ্ছে অস্ট্রেলিয়ায় জন্মানো এক বিশেষ প্রজাতির ঘাস, যা সুপ্ত অবস্থায় পানি ছাড়াই প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে।

নতুন গবেষণা সম্পর্কে ক্যানবেরার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ক্যাটলিন বার্ট এই গবেষণা সম্পর্কে বলেছেন, ‘আমাদের এই গবেষণা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট খাদ্যসংকট মোকাবিলায় সহায়তা করবে। আমরা যদি চাঁদে উদ্ভিদ জন্মানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে সফল হই, তাহলে ভবিষ্যতে পৃথিবীর যেকোনো চ্যালেঞ্জিং পরিবেশেও খাদ্য উৎপাদন সম্ভব হবে।’


আরও পড়ুন: