ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৫ ফেব্রুয়ারি ২০২৩

জাপোরিঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭


ডেস্ক রিপোর্ট
195

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২২ | ০৪:১০:৩৭ পিএম
জাপোরিঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭ ফাইল-ফটো



ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর জাপোরিঝজিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জন মারা গেছেন। স্থানীয় কর্তৃপক্ষ রোববার (৯ অক্টোবর) এমনটি জানিয়েছে। এই হামলাকে চরম খারাপ বলে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

জাপোরিঝজিয়ার সিটি কাউন্সিলের সচিব আনাতোলি কুর্তেভ টেলিগ্রামে লেখেন, ক্ষেপণাস্ত্র হামলায় ২০টি বাড়ি ও ৫০টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। হামলায় শিক্ষাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে জেলেনস্কি ও আঞ্চলিক কর্মকর্তা অলেক্সান্ডার স্টারুক জানিয়েছেন, হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি টেলিগ্রাম বার্তায় বলেন, আবার জাপোরিঝজিয়া। শান্তিপ্রিয় মানুষের ওপর আবারও নির্দয় হামলা। ছয় শিশুসহ ৪৯ জন হাসপাতালে ভর্তি রয়েছে।

জাপোরিঝজিয়াকে এরই মধ্যে রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত করেছে মস্কো। এই শহরের কাছাকাছি এলাকাগুলোতে কিয়েভের বাহিনী রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছে।

গত সপ্তাহেও জাপোরিঝজিয়ায় বেসামরিক গাড়ি বহরে হামলায় ৩০ জন নিহত হন। এ ঘটনায় মস্কোকে দায়ী করেছে ইউক্রেন।


আরও পড়ুন: