ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৫ ফেব্রুয়ারি ২০২৩

ইতালিতে কর্মী নিতে গেজেট প্রকাশ


ডেস্ক রিপোর্ট
207

প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৩ | ০৩:০১:১৫ পিএম
ইতালিতে কর্মী নিতে গেজেট প্রকাশ



বাংলাদেশ, ভারত ও শ্রীলংকাসহ ৩৩টি দেশ থেকে ৮২ হাজার কর্মী নেবে ইতালি সরকার। এজন্য গেজেটও প্রকাশ করেছে দেশটি।

আগামী ২৭ মার্চ থেকে ওয়ার্ক পারমিট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। শনিবার (২৮ জানুয়ারি) ইউরোপিয়ান সংবাদমাধ্যম দ্য লোকালের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

জানা গেছে, ইতালি ৩৩টি দেশ থেকে ৮২ হাজার কর্মী নেবে। এর মধ্যে কৃষি ও অস্থায়ী ক্যাটাগরিতে ৪৪ হাজার এবং স্থায়ী স্পন্সর ক্যাটাগরিতে ৩৮ হাজার ৭০৫ জন শ্রমিক নেয়া হবে। এছাড়া উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, আর্টিস্ট, ব্যবসা শুরু করতে চাওয়া ব্যক্তিরাও ইতালির ভিসার জন্য আবেদন করতে পারবেন।

ইতালির সরকার প্রকাশিত গেজেট অনুযায়ী কর্মী নেয়ার তালিকায় আরো রয়েছে- আলবেনিয়া, আলজেরিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, আইভরি কোস্ট, মিশর, এল সালভেদর, ইথিওপিয়া, ফিলিপাইন, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, জাপান, গুয়েতেমালা, কসোভো, মালি, মরক্কো, মরিশাস, মলদোভা, মন্টেনিগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, রিপাবলিক অব নর্থ মেসেডোনিয়া, সেনেগাল, সার্বিয়া, সুদান, তিউনিশিয়া ও ইউক্রেন।

 ইতালি সরকার এর আগে ২০০১ সালে ৩০ হাজার লোককে ওয়ার্ক পারমিট দেয়। ২০২২ সালে এ সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ৬৯ হাজার ৭০০ জন। এবার ২০২৩ সালে তা বেড়ে ৮২ হাজার ৭০৫ জন হয়েছে।


আরও পড়ুন: