ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৫ ফেব্রুয়ারি ২০২৩

লিবিয়ার উপকূলে নৌকাডুবি


ডেস্ক রিপোর্ট
217

প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৩ | ০৩:০১:৪৩ পিএম
লিবিয়ার উপকূলে নৌকাডুবি ফাইল-ফটো



লিবিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবে অন্তত ৮ জন প্রাণ হারিয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) এ ঘটনায় আরও ৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ৫৮ জন নিখোঁজ রয়েছ্নে।

জানা গেছে, ডুবে যাওয়া ওই নৌকায় অন্তত ১৫০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। আর নিহতদের সবাই আফ্রিকার নাগরিক। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এক বিবৃতিতে হতাহতের এ তথ্য প্রকাশ করেছে রেড ক্রিসেন্ট। তারা জানায়, ত্রিপোলির ৪০ কিলোমিটার দূরের এলাকা কাস্তেভার্দে এলাকায় ভেসে এসেছে মরদেহগুলো। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে।

জীবিত উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা জানান, তারা ইতালির উদ্দেশে রওনা হয়েছিলেন। ছোট্ট নৌকায় ছিল দেড় শতাধিক মানুষ। তাদের মধ্যে নারী ও শিশুরাও ছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়ে নৌযান। এ সময় তাদের বিপদের মধ্যে রেখেই পালিয়ে যান পাচারকারীরা।


আরও পড়ুন: