ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৫ ফেব্রুয়ারি ২০২৩

যারা জিতলো ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস


ডেস্ক রিপোর্ট
190

প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩ | ০২:০১:২৪ পিএম
যারা জিতলো ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ফাইল-ফটো



সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত উৎসব থেকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২৩ ঘোষণা করা হয়েছে। সেখানে গত বছরের সেরা সিনেমা ও টেলিভিশন প্রোগ্রামের কাজগুলোকে স্বীকৃতি দেয়া হয়েছে। এবার তাহলে গোল্ডেন গ্লোবের ৮০তম আসরে বিজয়ীদের তালিকা দেখে নেয়া যাক।

  • শ্রেষ্ঠ চলচ্চিত্র (ড্রামা)

দ্য ফেবেলম্যানস

  • শ্রেষ্ঠ চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি)

দ্য বনশিস অব ইনশারিন

  • শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (ড্রামা)

কেট ব্ল্যানচেট

  • সিনেমায় সেরা মৌলিক গান

‘আরআরআর’সিনেমার ‘নাটু নাটু’

  • শ্রেষ্ঠ ড্রামা সিরিজ

হাউজ অব দ্য ড্রাগন

  • শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক

স্টিভেন স্পিলবার্গ

  • শ্রেষ্ঠ চিত্রনাট্য

মার্টিন ম্যাকডোনাগ


আরও পড়ুন: