দুপুরের খাবার আর দৈনিক পত্রিকা পড়ে বেতন ১৩ কোটি টাকা!
ডেস্ক রিপোর্ট
210
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২ | ১১:১২:৪৭ এএম
আয়ারল্যান্ডের জাতীয় রেলওয়ে নেটওয়ার্কের একজন ব্যবস্খাপক দাবি করেছেন, শুধু দুপুরের খাবার আর দৈনিক পত্রিকা পড়ার জন্য মাসে বেতন পেয়েছেন প্রায় ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (১৩ কোটি ১৮ লাখ ৫ হাজার ৬৫০ টাকা)।
শুনতে অবাক শোনালেও আইরিশ কর্মকতা মিলসের ক্ষেত্রে ব্যাপারটি একেবারেই ভিন্ন। ২০১৪ সালে নিজ প্রতিষ্ঠানের গোপন তথ্য ফাঁসের পর ধীরে ধীরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। এরপর দিনের বেশিরভাগ সময় দুপুরের খাবার খেয়ে এবং সংবাদপত্র পড়ে সময় কাটান। আর প্রতি মাসে নিয়মিত বেতন ঢুকছে পকেটে।
আয়ারল্যান্ডের ওয়ার্কপ্লেস রিলেশন কমিশনকে (ডব্লিউআরসি) মিলস বলেন, আমি দুটি সংবাদপত্র টাইমস ও ইন্ডিপেন্ডেন্ট এবং একটি স্যান্ডউইচ কিনি। পরে কম্পিউটার চালু করি, আমি ইমেল দেখি। যদিও কাজের সঙ্গে সম্পর্কিত কোনও ইমেল নেই, কোনও টেক্সটও নেই, কোনও সহকর্মীর সঙ্গে যোগাযোগ নেই।
তিনি আরো বলেন, পত্রিকা এবং নাস্তা শেষ করে সকাল ১০টা ৩০ মিনিটে ইমেইল চেক করি। যেটির উত্তর দেওয়া প্রয়োজন হয়। কোনও কাজ থাকলে তা করি। কিন্তু আমি বলবো, যদি আমাকে সপ্তাহ একবারও কাজ করতে দেওয়া হয় তবে রোমাঞ্চিত হবে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
১০ দিন পরেও ধ্বংসস্তুপ থেকে একজনকে জীবিত উদ্ধার
১৬ ফেব্রুয়ারি ২০২৩
অ্যাপার্টমেন্টে রুশ হামলা
১৬ ফেব্রুয়ারি ২০২৩
বাস দুর্ঘটনায় পানামায় ৩৯ অভিবাসীর মৃত্যু
১৬ ফেব্রুয়ারি ২০২৩
৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ফিলিপাইনে
১৬ ফেব্রুয়ারি ২০২৩
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
১৫ ফেব্রুয়ারি ২০২৩
ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে
১৫ ফেব্রুয়ারি ২০২৩