জেলেনস্কিকে মারবেন না, প্রতিশ্রুতি পুতিনের
ডেস্ক রিপোর্ট
196
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:০২:৩৯ এএম
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মারবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটাই জানিয়েছেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট নাফতালি বেনেট। খবর আলজাজিরার।
ইউক্রেন রাশিয়া যুদ্ধের শুরুর দিকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন বেনেট।
শনিবার তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক সাক্ষাৎকারে তিনি জানান, মস্কো সফরকালে তিনি রুশ প্রেসিডেন্টকে প্রশ্ন করেন তিনি (পুতিন) জেলেনস্কিকে হত্যা করতে চান কি না। জবাবে পুতিন জানান, তিনি জেলেনস্কিকে মারবেন না। তখন বেনেট বলেন, আমি মনে করছি আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আপনি জেলেনস্কিকে মেরে ফেলবেন না। জবাবে পুতিন আবারও বলেন, আমি জেলেনস্কিকে মারবো না।
সাক্ষাৎকারে বেনেট আরও জানান, এর পরপরই জেলেনস্কিকে তিনি পুতিনের এই প্রতিশ্রুতির কথা জানান। পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কিকে তিনি বলেন, শোন! আমি মিটিং থেকে বের হয়ে এসেছি, সে (পুতিন) তোমারে মারবে না। তখন জেলেনস্কি প্রশ্ন করেন, আপনি নিশ্চিত? জবাবে বেনেট বলেন, শতভাগ নিশ্চিত সে তোমাকে মারবে না।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
১০ দিন পরেও ধ্বংসস্তুপ থেকে একজনকে জীবিত উদ্ধার
১৬ ফেব্রুয়ারি ২০২৩
অ্যাপার্টমেন্টে রুশ হামলা
১৬ ফেব্রুয়ারি ২০২৩
বাস দুর্ঘটনায় পানামায় ৩৯ অভিবাসীর মৃত্যু
১৬ ফেব্রুয়ারি ২০২৩
৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ফিলিপাইনে
১৬ ফেব্রুয়ারি ২০২৩
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
১৫ ফেব্রুয়ারি ২০২৩
ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে
১৫ ফেব্রুয়ারি ২০২৩