ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৫ ফেব্রুয়ারি ২০২৩

ওমরাহ ভিসা নিয়ে সৌদির নতুন ঘোষণা


ডেস্ক রিপোর্ট
195

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২ | ০২:১০:৩৫ পিএম
ওমরাহ ভিসা নিয়ে সৌদির নতুন ঘোষণা ফাইল-ফটো



ওমরাহ ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করেছে সৌদি আরব সরকার। যেকোনো দেশের যেকোনো মুসলিম নাগরিকের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে।

শুধু তা-ই নয়, ওমরাহ পালনকারীরা সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিহা এ ঘোষণা দিয়েছেন।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভিসার মেয়াদ কম থাকায় প্রতি বছরই নানা বিড়ম্বনায় পড়তেন লাখ লাখ ওমরাহ পালনকারী। তাদের কথা বিবেচনায় নিয়ে ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ ছাড়া, চলতি বছর হজ ও ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি কাস্টমস। এখন থেকে সৌদিতে আসা-যাওয়ার সময় সর্বোচ্চ ৬০ হাজার রিয়াল বা সমপরিমাণ স্বর্ণ ও জিনিসপত্র বহন করা যাবে। এর চেয়ে বেশি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে লিখিত অনুমতি নিতে হবে।


আরও পড়ুন: