বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রে নিহত ১০
ডেস্ক রিপোর্ট
209
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২ | ০২:১১:২৮ পিএম
যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে দেশটির ভার্জিনিয়ার চেসাপিক শহরে বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি স্টোরে এই দুর্ঘটনা ঘটে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পুলিশ বলছে, সেখানে এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছোড়ে। তিনি স্টোর ম্যানেজার বলে ধারণা করা হচ্ছে। অবশেষে নিজেও মারা গেছেন।
এক টুইটে চেসাপিক সিটি জানিয়েছে, ওয়ালমার্টে এক বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার উদ্দেশ্য জানা যায়নি।
এ নিয়ে এখনও পুরো তথ্য পাওয়া যায়নি। তবে এ ঘটনায় ১০ জনের বেশি মানুষ মারা যায়নি বলে নিশ্চিত করেছে এক পুলিশ কর্মকর্তা। এতে বেশি আহত হয়নি বলেও জানান তিনি।
সাংবাদিকদের পুলিশ জানান, স্থানীয় সময় ২২টা ১২ মিনিটে এ হামলা হয়। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় এর ছবি প্রকাশ পেয়েছে। তাতে দেখা গেছে, সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।
মুখপাত্র লিও কোসিনস্কি বলেন, স্টোরের মধ্যে এ হামলার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছেন, সন্দেভাজন একাই এই ঘটনা ঘটিয়েছেন।
মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট জানিয়েছে, এ বিয়োগান্তিক ঘটনায় তারা মর্মাহত। আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে এ নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
১০ দিন পরেও ধ্বংসস্তুপ থেকে একজনকে জীবিত উদ্ধার
১৬ ফেব্রুয়ারি ২০২৩
অ্যাপার্টমেন্টে রুশ হামলা
১৬ ফেব্রুয়ারি ২০২৩
বাস দুর্ঘটনায় পানামায় ৩৯ অভিবাসীর মৃত্যু
১৬ ফেব্রুয়ারি ২০২৩
৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ফিলিপাইনে
১৬ ফেব্রুয়ারি ২০২৩
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
১৫ ফেব্রুয়ারি ২০২৩
ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে
১৫ ফেব্রুয়ারি ২০২৩