ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৫ ফেব্রুয়ারি ২০২৩

মিশরে খালে বাস পড়ে নিহত ২১


ডেস্ক রিপোর্ট
207

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ | ১২:১১:৪২ পিএম
মিশরে খালে বাস পড়ে নিহত ২১ ফাইল-ফটো



মিশরের উত্তরাঞ্চলের আগা শহরে যাত্রীবাহী একটি মিনিবাস মহাসড়ক থেকে পিছলে খালে পড়ে গেছে। এতে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় জন। খবর আল জাজিরা’র। শনিবার (১৩ নভেম্বর) বাসটি দেশের উত্তরের ডাকাহলিয়া রাজ্যের আগা শহরের মানসুরিয়া খালে পড়ে যায়। দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই বাসে ৩৫ জন আরোহী ছিলেন।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণায়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, নিহত ২১ জনের মৃত্যু তিনজন শিশুও রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাসটির স্টিয়ারিং হুইলে সমস্যার কারণে এ দুর্ঘটনা ঘটে।

আরব এই দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এর অন্যতম কারণ দুর্বল সড়ক ব্যবস্থাপনা এবং চালকদের নিয়ম না মানা।

পরিসংখ্যান অনুযায়ী আবর বিশ্বের জনবহুল এই দেশটিতে ২০২১ সালে সড়ক দুর্ঘটনায় প্রায় ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি বছরের জুলাইয়ে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে প্রায় ২৫ জনের মৃত্যু হয়।


আরও পড়ুন: