মোদিকে দেওয়া গালি তার নিজের শরীরে পুষ্টিতে পরিণত হয়
ডেস্ক রিপোর্ট
192
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ | ১১:১১:৪৪ এএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রতিদিন ২ থেকে ৩ কেজি করে গালি হজম করতে হয়। এই গালি তাঁর শরীরে গিয়ে পুষ্টিতে পরিণত হয় বলেও জানিয়েছেন তিনি। তেলেঙ্গানায় দলীয় সভা থেকে বিরোধীদের এভাবেই নিশানা করের মোদি।
কর্মী-সমর্থকদের উদ্দেশে নরেন্দ্র মোদি বলেন, ‘আপনারা বিভ্রান্ত হবেন না। কারণ গালি দেওয়া ছাড়া ওদের আর কিছু বাকি নেই।’
বিরোধীদের তোপ দেগে তিনি বলেন, ‘কিছু লোক হতাশায় রাত-দিন মোদিকে গালি দেয়। পুরো ডিকশনারি মোদিকে গালি দিতে দিতে ব্যবহার করে ফেলেছে। আমি আপনাদের বলছি, এমন কথায় আপনারা বিরক্ত হবেন না। কারণ, ওদের গালি দেওয়া ছাড়া দেওয়ার মতো আর কিছুই বাকি নেই। আমি শেষ ২০ থেকে ২২ বছর ধরে বিভিন্ন ধরনের গালি খাচ্ছি। সন্ধ্যায় ওরা গালি নিয়ে মজা করুক, কিন্তু তারপর দিনশেষে পদ্মই খেলা খেলবে।’
নরেন্দ্র মোদি বলেন, ‘এই গালি শুনে কেউ বিরক্ত হবেন না। সবাই বুক ফুলিয়ে চলুন। রাজনীতিতে আমাদের লক্ষ্য সব সময় সেবামূলক হওয়া উচিত। তেলেঙ্গানায় যারা সরকারে আছেন, তাদের লক্ষ্য শুধু মোদিকে গালি দেওয়ার দিকেই।’
[caption id="attachment_6421" align="alignright" width="908"] ফাইল ছবি[/caption]
তিনি বলেন, ‘কেউ কেউ আমাকে বলেন, আপনি থামেন না? আমি তাদের বুঝিয়েছি, আমি রোজ দুই কেজি, তিন কেজি গালি খাই। ঈশ্বর আমাকে এমন আশীর্বাদ দিয়েছেন যে, এই গালি আমার শরীরে গিয়ে পুষ্টিতে পরিণত হয়ে যায়। এই পুষ্টিই জনতার সেবায় কাজে লাগাই।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
১০ দিন পরেও ধ্বংসস্তুপ থেকে একজনকে জীবিত উদ্ধার
১৬ ফেব্রুয়ারি ২০২৩
অ্যাপার্টমেন্টে রুশ হামলা
১৬ ফেব্রুয়ারি ২০২৩
বাস দুর্ঘটনায় পানামায় ৩৯ অভিবাসীর মৃত্যু
১৬ ফেব্রুয়ারি ২০২৩
৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ফিলিপাইনে
১৬ ফেব্রুয়ারি ২০২৩
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
১৫ ফেব্রুয়ারি ২০২৩
ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে
১৫ ফেব্রুয়ারি ২০২৩