ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৫ ফেব্রুয়ারি ২০২৩

বিপদগ্রস্ত পরিবারের পাশে ‌কেট উইন্সলেট


ডেস্ক রিপোর্ট
198

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২ | ১২:১১:০৯ পিএম
বিপদগ্রস্ত পরিবারের পাশে ‌কেট উইন্সলেট ফাইল-ফটো



বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ‌‘টাইটানিক’ খ্যাত তারকা কেট উইন্সলেট। ক্যারেলিন হান্টারের ১২ বছর বয়সী কন্যা ফ্রেয়া সেরিব্রাল পালসিতে ভুগছে। শ্বাস প্রশ্বাসের সমস্যার কারণ তাকে অক্সিজেনের ওপর নির্ভর করতে হয়।

এদিকে ফ্রেয়ার লাইফ সাপোর্ট সিস্টেম পরিচালনা করতে গিয়ে জ্বালানি বিল দিতে কষ্ট হচ্ছিল ক্যারোলিনের। বিবিসি জানিয়েছে, কেট ওই পরিবারের সহায়তায় ১৭ হাজার ডলার দিয়েছেন।

৪৯ বছর বয়সী ক্যারোলিন জানান, আমাদের পরিবারকে বেদনায়দায়ক পরিস্থিতি মধ্য দিয়ে যেতে হচ্ছে। এক সময় মনে হয়েছে হাল ছেড়ে দিই। কেটের অনুদানের খবর শুনে আমি কেঁদেছি। আমি ভাবতেই পারিনি এটা সত্য। এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।

স্কটল্যান্ডের টিলিকল্ট্রিতে থাকে ক্যারোলিন পরিবার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের মতো ইউরোপেও তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। ক্যারোলিনের আয়ও খুব বেশি নয়। খরচ বাঁচাতে বেশিরভাগ রুমের তাপনিয়ন্ত্রণব্যবস্থা বন্ধ করে রাখেন তিনি। সামনে শীত কীভাবে পার করবেন তাই নিয়ে দুশ্চিন্তায় আছেন ক্যারোলিন।


আরও পড়ুন: