কম খরচে বিদেশী ডাক্তারের চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে যাত্রা শুরু করলো “গ্লোবাল হেলথ”
ডেস্ক রিপোর্ট
207
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২ | ১০:০৮:৫১ পিএম
ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যমতে, ২০২০ সালে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশি নাগরিকদের মধ্যে ৫৪.৩ শতাংশই বাংলাদেশি। যা অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি। অনেকেই মজা করে বলেন “চেন্নাইয়ের মেডিকেল এরিয়াতে কারো গায়ে ধাক্কা লাগলেও দেখবেন সে বাংলাদেশি”। উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যাওয়া রোগীদের কথা মাথায় রেখে গতকাল (২৯ আগস্ট ২০২২) যাত্রা শুরু করলো “গ্লোবাল হেলথ”। চট্টগ্রামের হাইকেট পার্কে প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠান হয়। গ্লোবাল হেলথ একটি হেলথ টেক স্টার্ট আপ। যার মাধ্যমে রোগীরা দেশে বসেই কথা বলতে পারবেন ভারতের চেন্নাই, নয়া দিল্লী, তামীল নাড়ু, মুম্বাইসহ অন্যান্য রাজ্যের ডাক্তারদের সাথে। ভাষাগত জটিলতা এবং রোগীকে সাহায্য করার জন্য থাকবেন একজন বাংলাদেশি ডাক্তার। প্রতিষ্ঠাতের প্রধান কর্মকর্তা তানজির আবেদিনের দাবি “গ্লোবাল হেলথ”এর জন্য রোগীরা ৭৫-৮০ হাজার টাকা কম খরচ করেই চিকিৎসা নিতে পারবেন। তিনি বলেন “একজন রোগী দেশের বাহিরে গেলে সব মিলিয়ে তার খরচ হয় ৭০-৮০ হাজার টাকা। এরপরে অপারেশনের প্রয়োজন না হলে দেশে ফিরে আসেন, কিনবা প্রয়োজনে অপারেশন করেন। কিন্তু অপারেশনের আগে ডাক্তারের কন্সালটেন্সি, সেকেন্ড অপিনিয়ন, রিপোর্ট দেখানো এই সব সুবিধা পাবেন এখন থেকে দেশে বসেই। এতে করে অতিরিক্ত খরচ বা হ্যাসেল আর নিতে হচ্ছে না তাদের।“ অন্যান্য অথিতীদের সাথে উপস্থিত ছিলেন ভারতের তামিল নাড়ুর ভিমস সুপার স্পেশিয়ালিট হাসপাতালের মার্কেটিং ডাইরেকটর আশোক মালাকার। সেসময় তিনি বলেন, “ভিমস হাসপাতাল একটি সেবা মুলক প্রতিষ্ঠান। আমরাই সব থেকে কম মূল্যে সেবা দিয়ে থাকি এবং রোগীর সাথের লোকের জন্য থাকা ফ্রি করে দেই। গ্লোবাল হেলথের হাত ধতে আমরা বাংলাদেশের মানুষদের স্বাস্থ্য সেবা দিবো। কিছুদিন পরে এমনও হতে পারে যে, আমাদের ডাক্তার বাংলাদেশে এসে আপনাদের সেবা দিবেন।“ গ্লোবাল হেলথকে শুভেচ্ছা জানাতে ভিডিও কলে যুক্ত হন ভিমস হাসপাতালের ডাক্তার ডাইরেক্টর ডা. কে মিনাকসী সুন্দারাম। বিদ্বাপীঠ-এর তৌফিক আল মুবারক বলেন, “গ্লোবাল হেলথের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমার দৃঢ় বিশ্বাস চট্টগ্রামের মানুষ খুবই উপকৃত হবেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
১০ দিন পরেও ধ্বংসস্তুপ থেকে একজনকে জীবিত উদ্ধার
১৬ ফেব্রুয়ারি ২০২৩
অ্যাপার্টমেন্টে রুশ হামলা
১৬ ফেব্রুয়ারি ২০২৩
বাস দুর্ঘটনায় পানামায় ৩৯ অভিবাসীর মৃত্যু
১৬ ফেব্রুয়ারি ২০২৩
৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ফিলিপাইনে
১৬ ফেব্রুয়ারি ২০২৩
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
১৫ ফেব্রুয়ারি ২০২৩
ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে
১৫ ফেব্রুয়ারি ২০২৩