ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৫ ফেব্রুয়ারি ২০২৩

মালয়েশিয়ায় কংক্রিট কেটে বের করা হলো বাংলাদেশি শ্রমিকের লাশ


ডেস্ক রিপোর্ট
200

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ | ১১:০৯:০৭ এএম
মালয়েশিয়ায় কংক্রিট কেটে বের করা হলো বাংলাদেশি শ্রমিকের লাশ ফাইল-ফটো



মালয়েশিয়াতে নির্মাণাধীন একটি ভবনে কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মালয়েশিয়ার জালান আমপাংয়ের নির্মাণধীন অক্সলে টাওয়ারের ৫১তম তলায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সিনিয়র অপারেশন কমান্ডার নুরুল আধা আব্দুল মজিদ বলেন, তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন যে ভবনটির ৫১তম তলায় কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে একজন চাপা পড়ে আছেন।

একটি বিবৃতিতে তিনি আরও বলেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিকে উদ্ধারে  কংক্রিট কাটতে হয়। সকাল ৭টা ২১ মিনিটে ধ্বংসস্তূপের নিচ থেকে ওই ব্যক্তির নিথর দেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত মেডিকেল টিম তাকে মৃত ঘোষণা করেন। মৃতের বয়স ৩৫ বছর।


আরও পড়ুন: