বিশ্বে করোনায় হাজারের বেশি মৃত্যু,শনাক্ত ৪ লাখ ছাড়িয়ে
ডেস্ক রিপোর্ট
211
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৯:৩৬ এএম
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ৪ লাখ ২ হাজার ৯৪৬ জন। এ সংখ্যা নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৫ লাখ ৩৮ হাজার ৭২৭ জন। আর শনাক্তের সংখ্যা ৬১ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ৩৫৭ জন।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরই আছে জাপান ও রাশিয়া। অন্যদিকে শনাক্তে শীর্ষে অবস্থান করছে জাপান, রাশিয়া ও ফ্রান্স।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে শনিবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রে গত একদিনে নতুন করে ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ২৩৮ জন। ফলে দেশটিতে করোনার শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ৪৫১ জন। আর মৃত্যুর সংখ্যা ১০ লাখ ৮১ হাজার ৫৬৬ জন।
ফ্রান্সে এ সময়ে ৩৩ জন মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৫২৪ জন। ইতালিতে ২১ হাজার ৮৩ জন শনাক্তসহ মৃত্যু হয়েছে ৪৯ জনের।
দক্ষিণ কোরিয়ায় গত একদিনে ২৯ হাজার ৮১ জন করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে ৬৮ জনের। অন্যদিকে রাশিয়াতে এ সময়ে মৃত্যু হয়েছে ১০৪ জনের। আর শনাক্ত হয়েছে ৫৩ হাজার ৩৩৫ জন।
জাপানে গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৭৮ হাজার ৫৮ জন। অস্ট্রেলিয়াতে এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৬ হাজার ৩৬৬ জন এবং মৃত্যু হয়েছে ১০৫ জনের।
তাইওয়ানেও গত একদিনে শনাক্তের সংখ্যা বেড়েছে। দেশটিতে নতুন করে ৪০ হাজার ২৫ জন শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ৪১ জনের।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
১০ দিন পরেও ধ্বংসস্তুপ থেকে একজনকে জীবিত উদ্ধার
১৬ ফেব্রুয়ারি ২০২৩
অ্যাপার্টমেন্টে রুশ হামলা
১৬ ফেব্রুয়ারি ২০২৩
বাস দুর্ঘটনায় পানামায় ৩৯ অভিবাসীর মৃত্যু
১৬ ফেব্রুয়ারি ২০২৩
৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ফিলিপাইনে
১৬ ফেব্রুয়ারি ২০২৩
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
১৫ ফেব্রুয়ারি ২০২৩
ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে
১৫ ফেব্রুয়ারি ২০২৩