দাম কমলো স্বর্ণের,যা আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন
ডেস্ক রিপোর্ট
191
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২ | ১২:০৯:০৩ পিএম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন অব্যাহত আছে। বুধবার (২১ সেপ্টেম্বর) দিনের শুরুতেও মূল্যবান ধাতুটির দাম কমেছে। গত আড়াই বছরের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসি এই খবর জানিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতিতে লাগাম টানতে আবারও বড় হারে সুদ বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এ নিয়ে প্রস্তুত বিনিয়োগকারীরা। ফলে স্বর্ণের মূল্য হ্রাস পাচ্ছে।
এদিন স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণ প্রতি আউন্স বিক্রি হয়েছে ১ হাজার ৬৬৩ ডলার ৬৮ সেন্টে। দিনের শুরুর সূচনালগ্নে যা ৩০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে যায়।
এর আগে গত সপ্তাহে আড়াই বছরের মধ্যে সর্বনিম্নে অবস্থান করে স্বর্ণের দাম। সবশেষ ২০২০ সালের এপ্রিলে এ দরে দামি ধাতুটি বিক্রি হতে দেখা যায়।
এসময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণেরও দরপতন হয়েছে। প্রতি আউন্স বিকিয়েছে ১ হাজার ৬৭১ ডলার ৯০ সেন্টে।
এদিন বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি-নির্ধারকরা। সেখানে ৭৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়ানোর ঘোষণা দিতে পারেন তারা। অবশ্য কেউ বলছেন, সেটা ১০০ বেসিস পয়েন্টও হতে পারে।
করপোরেট অ্যাডভাইজরি ফার্ম এয়ারগাইডের পরিচালক মাইকেল র্যাঙ্গফোর্ড বলেন, ফেডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্বর্ণের বাজারে অস্থিরতা থাকবে। এরপর হয়তো একপর্যায়ে গিয়ে স্থিতিশীল হতে পারে। পরে ইতিবাচক ধারায়ও ফিরতে পারে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
১০ দিন পরেও ধ্বংসস্তুপ থেকে একজনকে জীবিত উদ্ধার
১৬ ফেব্রুয়ারি ২০২৩
অ্যাপার্টমেন্টে রুশ হামলা
১৬ ফেব্রুয়ারি ২০২৩
বাস দুর্ঘটনায় পানামায় ৩৯ অভিবাসীর মৃত্যু
১৬ ফেব্রুয়ারি ২০২৩
৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ফিলিপাইনে
১৬ ফেব্রুয়ারি ২০২৩
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
১৫ ফেব্রুয়ারি ২০২৩
ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে
১৫ ফেব্রুয়ারি ২০২৩