ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৫ ফেব্রুয়ারি ২০২৩

আফগানিস্তানে ড্রোন ঢুকতে আমেরিকাকে আকাশসীমা দিচ্ছে পাকিস্তান


ডেস্ক রিপোর্ট
202

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ | ১১:০৮:১২ পিএম
আফগানিস্তানে ড্রোন ঢুকতে আমেরিকাকে আকাশসীমা দিচ্ছে পাকিস্তান ফাইল-ফটো



মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোনকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে আফগানিস্তানে ঢুকতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আফগান প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। রোববার আফগান প্রতিরক্ষামন্ত্রী এই অভিযোগ করলেও পাকিস্তানের সামরিক বাহিনীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অতীতে তালেবানের এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কাবুলে ড্রোন হামলা চালিয়ে আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরিকে হত্যার ঘোষণার এক মাসেরও কম সময়ের মধ্যে মুজাহিদ এই অভিযোগ করলেন। তিনি বলেছেন, মার্কিন ড্রোনগুলোকে এখনও কাবুলের ওপর দিয়ে উড়তে দেখা যাচ্ছে। এসব ড্রোন কোথায় থেকে আসছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুজাহিদ বলেছেন, ‘আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করছে মার্কিন ড্রোন। এসব ড্রোন পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করছে। আমরা দাবি করছি, পাকিস্তান যেন তার আকাশসীমাকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে না দেয়।’ তবে আফগান প্রতিরক্ষামন্ত্রীর এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তান সেনাবাহিনীর মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। তবে অতীতে নিজেদের আকাশসীমা মার্কিন ড্রোনকে ব্যবহারের অনুমতির অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। সর্বশেষ গত জুলাই মাসের শেষের দিকে জাওয়াহিরি হত্যাকাণ্ডের পর এমন অভিযোগ উড়িয়ে দিয়েছিল ইসলামাবাদ। মুজাহিদ বলেন, ‘এখনও এসব ড্রোন মোতায়েন আফগানিস্তানে ও এর আকাশসীমার স্পষ্ট লঙ্ঘন এবং আগ্রাসনের সামিল। তারা নির্লজ্জভাবে এটি করছে। আমরা এই বেআইনি কাজের নিন্দা এবং আমেরিকানদের এটি বন্ধ করার দাবি জানাই।’ আফগান তালেবান এবং পাকিস্তানি তালেবানের একটি অংশ দ্বিপাক্ষিক আলোচনার মাঝে যখন প্রতিবেশী দুই দেশের মাঝে মধ্যস্থতা করতে চাইছে, সেই সময় মুজাহিদের এই অভিযোগ উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তালেবান গত বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে প্রতিবেশী দেশটির সাথে সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মাঝে পাল্টাপাল্টি গোলাগুলিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল থেকে তালেবানের আশ্রিত সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে বলে প্রায়ই অভিযোগ করছে ইসলামাবাদ। তবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার সীমান্তে সন্ত্রাসীদের আশ্রয়ের অভিযোগ অস্বীকার করেছে। এছাড়া আফগানিস্তানের সাথে ২ হাজার ৭০০ কিলোমিটার সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেছে তালেবান। পাকিস্তান বেড়া নির্মাণ করায় ঔপনিবেশিক আমলে ডুরান্ড লাইনের মাধ্যমে দুই দেশের মাঝে এঁকে দেওয়া এই সীমান্তে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোনকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে আফগানিস্তানে ঢুকতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আফগান প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। রোববার আফগান প্রতিরক্ষামন্ত্রী এই অভিযোগ করলেও পাকিস্তানের সামরিক বাহিনীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অতীতে তালেবানের এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কাবুলে ড্রোন হামলা চালিয়ে আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরিকে হত্যার ঘোষণার এক মাসেরও কম সময়ের মধ্যে মুজাহিদ এই অভিযোগ করলেন। তিনি বলেছেন, মার্কিন ড্রোনগুলোকে এখনও কাবুলের ওপর দিয়ে উড়তে দেখা যাচ্ছে। এসব ড্রোন কোথায় থেকে আসছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুজাহিদ বলেছেন, ‘আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করছে মার্কিন ড্রোন। এসব ড্রোন পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করছে।’ ‘আমরা দাবি করছি, পাকিস্তান যেন তার আকাশসীমাকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে না দেয়।’ তবে আফগান প্রতিরক্ষামন্ত্রীর এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তান সেনাবাহিনীর মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। তবে অতীতে নিজেদের আকাশসীমা মার্কিন ড্রোনকে ব্যবহারের অনুমতির অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। সর্বশেষ গত জুলাই মাসের শেষের দিকে জাওয়াহিরি হত্যাকাণ্ডের পর এমন অভিযোগ উড়িয়ে দিয়েছিল ইসলামাবাদ। মুজাহিদ বলেন, ‘এখনও এসব ড্রোন মোতায়েন আফগানিস্তানে ও এর আকাশসীমার স্পষ্ট লঙ্ঘন এবং আগ্রাসনের সামিল। তারা নির্লজ্জভাবে এটি করছে। আমরা এই বেআইনি কাজের নিন্দা এবং আমেরিকানদের এটি বন্ধ করার দাবি জানাই।’ আফগান তালেবান এবং পাকিস্তানি তালেবানের একটি অংশ দ্বিপাক্ষিক আলোচনার মাঝে যখন প্রতিবেশী দুই দেশের মাঝে মধ্যস্থতা করতে চাইছে, সেই সময় মুজাহিদের এই অভিযোগ উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তালেবান গত বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে প্রতিবেশী দেশটির সাথে সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মাঝে পাল্টাপাল্টি গোলাগুলিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল থেকে তালেবানের আশ্রিত সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে বলে প্রায়ই অভিযোগ করছে ইসলামাবাদ। তবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার সীমান্তে সন্ত্রাসীদের আশ্রয়ের অভিযোগ অস্বীকার করেছে। এছাড়া আফগানিস্তানের সাথে ২ হাজার ৭০০ কিলোমিটার সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেছে তালেবান। পাকিস্তান বেড়া নির্মাণ করায় ঔপনিবেশিক আমলে ডুরান্ড লাইনের মাধ্যমে দুই দেশের মাঝে এঁকে দেওয়া এই সীমান্তে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।


আরও পড়ুন: