চাঁদে ভ্রমণের স্বাদ দিতে তৈরি হচ্ছে মুন ওয়ার্ল্ড
ডেস্ক রিপোর্ট
197
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ | ১১:০৯:০১ এএম
পর্যটকদের আকৃষ্ট করতে দুবাইয়ে চাঁদের আদলে রিসোর্ট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এতে করে সেখানে চন্দ্রপৃষ্ঠে ভ্রমণের অনুভূতি মিলবে। রিসোর্টটি নির্মাণের উদ্যোগ নিয়েছে মুন ওয়ার্ল্ড রিসোর্ট ইনকরপোরেশন (এমডব্লিউআর) নামের কানাডার একটি স্থাপত্য প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা সান্দ্রা জি ম্যাথুস ও মিখায়েল আর হ্যান্ডারসন জানান, প্রস্তাবিত রিসোর্টের ভবনের উচ্চতা হবে ৭৩৫ ফুট বা ২২৪ মিটার। ৫০০ কোটি ডলার ব্যয়ে বিলাসবহুল রিসোর্টটি নির্মাণ করা হবে। আগামী ৪৮ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
চাঁদের আদলে নির্মিত বিলাসবহুল ও অভিজাত এই রিসোর্টে প্রতিবছর এক কোটি দর্শনার্থী ভ্রমণ করতে পারবেন। মুন ওয়ার্ল্ড রিসোর্টের বিশেষ সুবিধা হচ্ছে, দর্শনার্থীরা সেখানে এসে চাঁদের পৃষ্ঠে ভ্রমণের মতো অনুভূতি পাবেন। কারণ, সেখানে লুনার কলোনি নামের একটি স্থান থাকবে।
রিসোর্টটিতে বছরজুড়ে ২৫ লাখ ভ্রমণকারী চন্দ্রপৃষ্ঠে ভ্রমণে যাওয়ার মতো স্বাদ নিতে পারবেন। দুবাইয়ের মুন ওয়ার্ল্ড রিসোর্টে ‘স্কাই ভিলা’ থাকবে, যেটা চাঁদের আবাসন এলাকায় বসবাসের মতো অনুভূতি দেবে।
এ ছাড়া দর্শনার্থীদের জন্য রিসোর্টে থাকবে স্পা, নাইট ক্লাব, সম্মেলনকক্ষ, লাউঞ্জ, ব্যক্তিগত আবাসের ব্যবস্থাসহ আধুনিক ও অভিজাত সব সুযোগ-সুবিধা। ভবনটি মহাকাশ প্রতিষ্ঠান ও নভোচারীরা প্রশিক্ষণের কাজে ব্যবহার করতে পারবেন।
ভবনটির নকশা তৈরি ও নির্মাণে ব্যবহার করা হবে স্থাপত্য ও প্রকৌশলবিদ্যার সর্বাধুনিক কলাকৌশল ও প্রযুক্তি। সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে মুন ওয়ার্ল্ড রিসোর্ট নতুন মাত্রা যোগ করবে বলে আশা উদ্যোক্তাদের।
দুবাই ছাড়াও ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ায় আরও তিনটি চাঁদের আদলে বিলাসবহুল রিসোর্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে এমডব্লিউআরের।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
১০ দিন পরেও ধ্বংসস্তুপ থেকে একজনকে জীবিত উদ্ধার
১৬ ফেব্রুয়ারি ২০২৩
অ্যাপার্টমেন্টে রুশ হামলা
১৬ ফেব্রুয়ারি ২০২৩
বাস দুর্ঘটনায় পানামায় ৩৯ অভিবাসীর মৃত্যু
১৬ ফেব্রুয়ারি ২০২৩
৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ফিলিপাইনে
১৬ ফেব্রুয়ারি ২০২৩
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
১৫ ফেব্রুয়ারি ২০২৩
ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে
১৫ ফেব্রুয়ারি ২০২৩