মায়ের দ্বিতীয় স্বামীকে বাবা বলে ডাকা যাবে?
ডেস্ক রিপোর্ট
194
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ০১:০৯:৪৭ পিএম
মায়ের দ্বিতীয় স্বামীকে বাবা বলে ডাকা যাবে কিনা এ বিষয়ে আমাদের অনেকের সঠিক ধারণা নেই । ইসলাম এ বিষয়ে কি বলে সে বিষয়ে আজ আপনারা পরিষ্কার ধারণা জানতে পারবেন।
ইসলামে মায়ের দ্বিতীয় স্বামীকে বাবা বলে ডাকতে পারেন তাতে সমস্যা নেই। এটি জায়েজ আছে। কিন্তু তিনি বাবা নন। আপনি আপনার পরিচয়ের ক্ষেত্রে তাকে বাবা হিসেবে উল্লেখ করতে পারবেন না। এখানে ডাকা একটি বিষয় আরেকটি হলো পরিচয়ের বিষয়। যখন আপনার পরিচয় আসবে তখন আপনি আপনার বাবার পরিচয় দেবেন। পরিচয়ের ক্ষেত্রে নিজের বাবার কথা বলতে হয়।
তিনি আরো বলেন, আপনি যদি নিজের বাবার পরিচয় না দেন তাহলে সেটা কুফুরি। যে কোনো সন্তানকেই নিজের বাবার পরিচয় বলতে হবে। না করলে ভয়ংকর অপরাধ। কিন্তু চাইলে কাউকে সম্মান করে বাবা ডাকা, আব্বা ডাকা, বাবা ডাকা যাবে। তাতে কোনো সমস্যা নেই। ডাকার মধ্যে কোনো রকমের বিচ্যুতি নেই।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
যেমন ছিল নবীজি (সা.)-এর বিনয়
১৬ ফেব্রুয়ারি ২০২৩
ইতিহাসের পাতায় আজকের দিন
১৬ ফেব্রুয়ারি ২০২৩
মিঙ্গেল নয় সিঙ্গেল থেকেও জীবন উপভোগ করা যায়!
১৫ ফেব্রুয়ারি ২০২৩
ইতিহাসের পাতায় আজকের দিন
১৪ ফেব্রুয়ারি ২০২৩
আজ সুন্দরবন দিবস
১৪ ফেব্রুয়ারি ২০২৩
কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে যে সুরা পাঠ করলে
১৪ ফেব্রুয়ারি ২০২৩