ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্য ১৭৪


খেলা ডেস্ক
221

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৯:৪৭ পিএম
জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্য ১৭৪ ফাইল-ফটো



ডু অর ডাই ম্যাচে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানের মাথায় দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত।

ওপেনিংয়ে নামা লোকেশ রাহুলকে ৬ রানে ফেরায় থিকশানা। এরপরই ১৩ রানের মাথায় দিলশান মাদুশঙ্কর বলে শূন্যরানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন কোহলি।

এরপর উইকেটে এসে সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে ৩২ বলে দারুণ এক জুটি গড়েন রোহিত শর্মা। তবে সেই জুটি ভেঙে যায় দলীও ১১০ রানের মাথায়। করুনারত্নের বলে ক্যাচ দিয়ে ব্যাক্তিগত ৭২ রানে সাজঘরে ফেরেন রোহিত।

রোহিত শর্মা ফেরার পর দ্রুতই ফেরেন সূর্যকুমারও। দলীয় ১১৯ রানের মাথায় লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার বলে থিকশানার হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ২৯ বলে ১ চার ও ১ ছক্কায় ৩৪ রান করে যান তিনি।

এরপর ১৪৯ রানের মাথায় আউট হন হার্দিক পান্ডিয়া (১৭)। ১৫০ রানে দীপক হুদা জীবন পেলেও আউট হয়ে যান ১৫৭ রানের মাথায়। মাদুশঙ্কর দ্বিতীয় শিকার হওয়ার আগে ৩ রান করেন তিনি।

১৫৮ রানেই সপ্তম উইকেট হারায় ভারত। ঋষভ পন্ত উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউকেটে ধরা পড়েন নিশানকার হাতে। মাদুশঙ্কর তৃতীয় শিকার হন তিনি।

স্কোরঃ

ভারত: ১৬৪/৮ (১৯.৩ ওভার শেষে)। ব্যাটিং: অশ্বিন ৬* ও ভুবনেশ্বর ০*। আউট: ১১/১ (রাহুল ৬), ১৩/২ (কোহলি ০), ১১০/৩ (রোহিত ৭২), ১১৯/৪ (সূর্যকুমার ৩৪), ১৪৯/৫ (হার্দিক ১৭), ১৫৭/৬ (হুদা ৩), ১৫৮ (পন্ত ১৭), ১৬৪/৮ (ভুবনেশ্বর ০)। বোলিং: থিকশানা ১/২০, মাদুশঙ্ক ১/২১, চামিকা ১/১৫, শানাকা ১/৯।


আরও পড়ুন: