ইতিহাসে আজিকের দিনের যত ঘটনা
ডেস্ক রিপোর্ট
196
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৯:০৫ এএম
আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ২০২২ । এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন আর কারা মৃত্যুবরণ করেছিলেন।
১৮৭৯ -লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন একচেঞ্জ স্থাপিত হয়।
১৯৬৫ -প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয়।
১৯৯৮ -বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক প্রদান, প্রথমবারের মতো স্বর্ণপদক প্রদান শুরু।
১৮৮০ -ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু।
১৯০৫ -আটলান্টায় জীবন বীমা কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
১৯৬৮ -দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
জন্ম:
১৮৯২ -এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।
১৯১৩ লিওনি দাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।
১৯৬৮ -ক্রিকেটার সাঈদ আনোয়ার।
১৯৯৫ -ক্রিকেটার মুস্তাফিজুর রহমান
১৯৯৬ -বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে নিজ ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়।
মৃত্যু:
১৯০৭ -সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক।
১৯৮৯ -মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক), বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা।
১৯৯০ -লেন হাটন, ইংরেজ ক্রিকেটার।
১৯৯৫ -সলিল চৌধুরী, একজন ভারতীয় সংগীত পরিচালক।
১৯৯৬ -সালমান শাহ, বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক।
১৯৯৮ -আকিরা কুরোসাওয়া, জাপানি চলচ্চিত্র পরিচালক।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
যেমন ছিল নবীজি (সা.)-এর বিনয়
১৬ ফেব্রুয়ারি ২০২৩
ইতিহাসের পাতায় আজকের দিন
১৬ ফেব্রুয়ারি ২০২৩
মিঙ্গেল নয় সিঙ্গেল থেকেও জীবন উপভোগ করা যায়!
১৫ ফেব্রুয়ারি ২০২৩
ইতিহাসের পাতায় আজকের দিন
১৪ ফেব্রুয়ারি ২০২৩
আজ সুন্দরবন দিবস
১৪ ফেব্রুয়ারি ২০২৩
কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে যে সুরা পাঠ করলে
১৪ ফেব্রুয়ারি ২০২৩