ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

রাতে দেশ ছাড়বেন সাকিব


খেলা ডেস্ক
215

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২ | ০৩:০৯:৪২ পিএম
রাতে দেশ ছাড়বেন সাকিব ফাইল-ফটো



সাকিব আল হাসানের নেতৃত্বে ব্যর্থ এশিয়া কাপ মিশন শেষে শনিবার (৩ সেপ্টেম্বর) দেশে ফিরেছে বাংলাদেশ দল। আপাতত অঘোষিত ছুটিতে আছেন টাইগাররা। টি-টোয়েন্টির নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের অধীনে ১০ সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু হবে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করার মিশন।

এই প্রস্তুতি ক্যাম্পে থাকবেন না অধিনায়ক সাকিব আল হাসান। মূলত সে সময় ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলবেন সাকিব। সিপিএলের পুরো আসর খেলে দলের সঙ্গে সরাসরি নিউজিল্যান্ডে যোগ দেবেন সাকিব।

সাকিব সিপিএলে যোগ দেয়ার আগে যুক্তরাষ্ট্রে নিজের পরিবারের সঙ্গে দেখা করে সময় কাটাবেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেই লক্ষ্য সোমবার (৫ সেপ্টেম্বর) মাঝরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সাকিব। বিসিবির প্রটোকল অফিসার ওয়াসিম খান জানিয়েছেন, ৩টা ২০ মিনিটের ফ্লাইটে উড়াল দেবেন টাইগার অধিনায়ক।


আরও পড়ুন: