ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩

অভিনেতা মিলনের স্ত্রী আর নেই


ডেস্ক রিপোর্ট
196

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৯:৫০ এএম
অভিনেতা মিলনের স্ত্রী আর নেই ফাইল-ফটো



জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ মারা গেছেন। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আনিসুর রহমান মিলন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে স্ত্রীর মৃত্যুর খবর জানিয়েছেন।

ফেসবুক পেজে তিনি লিখেন, আমার স্ত্রী পলি আহমেদ আজ (রোববার) সকালে ১১টা ৫৭ মিনিটে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। তিনি বলেন, আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সহ-সভাপতি আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ না ফেরার দেশে চলে গেলেন। তার আত্মার শান্তি কামনা করছি। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।


আরও পড়ুন: