কবে মা হচ্ছেন, জানালেন মাহি
Reporter01
201
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:০২:১৮ এএম
গত ১২ সেপ্টেম্বর মাহিয়া মাহি ফেসবুক স্ট্যাটাসে জানান, মা হতে চলেছেন তিনি। মা হওয়ার খবরটি যখন জানান, তখন মাহি দুই মাসের অন্তঃসত্ত্বা। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা মাহি এখন প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায়। সেই দিন সন্নিকটেই। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে মাহি জানিয়েছেন, চিকিৎসকের ধারণা, আড়াই মাস পরেই তাঁর সন্তান ভূমিষ্ঠ হতে পারে।
প্রথম সন্তান আগমনের আগে আগে শ্বশুরবাড়ি থেকে উত্তরায় নিজের মায়ের বাড়িতে উঠেছেন মাহি। প্রথম আলোকে মাহি বলেন, ‘আমি যে চিকিৎসকের কাছে নিয়মিত শরীর চেকআপ করছি, ইনজেকশন নিচ্ছি, তিনি আমাকে জানিয়েছেন, আড়াই মাসের মধ্যেই সন্তান জন্ম হতে পারে। আমি মা হব।’
মাহিয়া মাহি
চিকিৎসকের এমন কথা শুনে দারুণ এক রোমাঞ্চ নিয়ে দিন কাটছে ঢাকাই ছবির এই নায়িকার। মাহি বলেন, ‘শিগগিরই নতুন অতিথি আসছে, এমন খবর শোনার পর পরিবারের সবাই বেশি বেশি যত্ন নিচ্ছে। নিজেও নিজের দিকে সব সময় খেয়াল রাখছি। আমার ভেতরে বাচ্চার শ্বাসপ্রশ্বাস যেন টের পাচ্ছি, ওর অস্তিত্ব বুঝতে পারছি। মহা আনন্দের দিনের অপেক্ষা যেন আর তর সইছে না। অনাগত সন্তানকে বরণ করে নিতে মায়ের বাড়ি, শ্বশুরবাড়িতে প্রস্তুতিও চলছে।’
আরও পড়ুন
যদিও রাজনীতি বুঝি না, তবু শুরু করেছি: মাহিয়া মাহি
গত বছর শরীফুল রাজ-পরীমনি পুত্রসন্তানের বাবা–মা হয়েছেন। পুত্রসন্তানের বাবা হয়েছেন নায়ক সিয়ামও। মাহির ছেলে না মেয়ে হবে, তা নিয়ে অনেক ভক্ত কৌতূহল প্রকাশ করেন। মাহি অবশ্য বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, ‘শুরু থেকেই বলে আসছি, আমার মেয়েসন্তান পছন্দ। আমি চাই মেয়ে হোক। কেন জানি আমি মেয়েশিশুর প্রতি দুর্বল।’
মাহিয়া মাহি
ছবি: প্রথম আলো
এ দিকে ১৭ ফেব্রুয়ারি মাহিয়া মাহির ‘বুবুজান’ ছবিটি মুক্তি পাবে। তার আগে ছবির প্রচারে অংশ নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন মাহি, ‘প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রচারের একটা সূচি করা হয়েছে। আমার ইচ্ছা প্রচারে থাকা। ছবিটির একজন শিল্পী হিসেবে এটি আমার কর্তব্য। শরীর ঠিক থাকলে প্রচারে সব জায়গায় যাব।’
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
বক্স অফিসে 'পাঠান' এর হাজার কোটির দৌড়
১৪ ফেব্রুয়ারি ২০২৩
প্রেমে পড়েছেন কঙ্গনা!
১৪ ফেব্রুয়ারি ২০২৩
ট্রলের শিকার এ কোন মোনালি!
১২ ফেব্রুয়ারি ২০২৩
র্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা
১২ ফেব্রুয়ারি ২০২৩
শাহরুখের হাতের নীল ঘড়ি ভাইরাল, জানা গেল দাম
১২ ফেব্রুয়ারি ২০২৩
ফিট হওয়া দীঘির মিউজিক ভিডিও হিট হতে পারবে!
১১ ফেব্রুয়ারি ২০২৩