ওমরাহ হজ করে দেশে ফিরলেন সাকিব
ডেস্ক রিপোর্ট
233
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৪:০২:৫০ পিএম
বাংলাদেশ প্রিমিয়াল লিগের খেলা চলাকালেই হঠাৎ ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন সাকিব আল হাসান। এ নিয়ে সমালোচনাও শুনতে হয়েছে তাকে। তার দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন উঠেছিল।
বিপিএলে ফরচুন বরিশালের নেতৃত্ব দিচ্ছেল সাকিব। সিরিজে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ওমরাহ শেষে সোমবার (৬ ফেব্রুয়ারি) দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
দেশি-বিদেশি ক্রিকেটারদের লজিস্টিকস সার্পোট দেওয়া ওয়াসিম খান সাকিবের সৌদি আরব থেকের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরের ম্যাচে কুমিল্লার বিপক্ষে ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। দেশে ফিরে সেই ম্যাচে মাঠে নেমে পড়বেন দেশসেরা ক্রিকেটার।
সাকিবের দল ফরচুন বরিশাল ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করে ফেলেছে। তবে এখনও গ্রুপ পর্বের দুটি ম্যাচ বাকি রয়েছে বরিশালের। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শেরে বাংলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফরচুন বরিশালের জার্সিতে মাঠে নামবেন সাকিব।
উল্লেখ্য, বিপিএলের ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিতের পাশাপাশি পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে সাকিবের বরিশাল। আর ব্যাট হাতে ৩৪৭ আর বল হাতে ৬ উইকেট নিয়ে দলের জয়ে ভালোভাবেই অবদান রাখছেন সাকিব
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
সপ্তাহে শিক্ষাক্রম চলবে পাঁচ দিন
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিকিট সংগ্রহে এনআইডি বাধ্যতামূলক
১৫ ফেব্রুয়ারি ২০২৩
কালশী ফ্লাইওভার চালু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি
১৪ ফেব্রুয়ারি ২০২৩
প্রাথমিকে আরো ৭ হাজার শিক্ষক নিয়োগ
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
১৪ ফেব্রুয়ারি ২০২৩
২১ বিশিষ্টজন পাচ্ছেন একুশে পদক
১২ ফেব্রুয়ারি ২০২৩