ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

রহস্যময় এক ফেব্রুয়ারি মাস!


ডেস্ক রিপোর্ট
223

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৩:০২:৫৭ পিএম
রহস্যময় এক ফেব্রুয়ারি মাস! ফাইল-ফটো



২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের মতো আরও একটি এমন ফেব্রুয়ারি মাস বর্তমান বিশ্বে বসবাসকারী কারো ভাগ্যে আর জুটবে না। কারণ এমন মাস আরেকটা আসবে ৮২৩ বছর পর! তাই পরবর্তী কয়েক শত প্রজন্ম এমন ফেব্রুয়ারি মাসের দেখা পাবে না।

চলতি সালের ফেব্রুয়ারি মাসকে ঘিরে রয়েছে চমৎকার রহস্য। এ মাসে সপ্তাহের সাতটি দিনই চারবার ঘুরে ফিরে আসবে। অর্থাৎ এ মাসে ৪টি শনিবার, ৪টি রোববার, ৪টি সোমবার, ৪টি মঙ্গলবার, ৪টি বুধবার, ৪টি বৃহস্পতিবার ও ৪টি শুক্রবার। একদিন কমও না, বেশিও না।

গবেষণা বলছে, এমন ফেব্রুয়ারি মাসের আগমন হয় ৮২৩ বছর পর পর।


আরও পড়ুন: