পরীর ক্রিমে রাজের হানা
ডেস্ক রিপোর্ট
211
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:০২:১৭ পিএম
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। ২০২১ সালের ১৭ অক্টোবরে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে বিয়ের কয়েক মাস পর ২০২২ সালের ১০ জানুয়ারি এ কথা প্রকাশ্যে আনেন তারা। এরপর একই বছরের ২১ জানুয়ারি রাতে হলুদ সন্ধ্যা ও পরদিন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রাজ-পরী।
বিয়ের পর থেকে বেশ ভালোই খুনসুটিতে সময় কাটাতে থাকেন দুই তারকা। এরপর ২০২২ সালের ১০ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তান রাজ্যের জন্ম দেন পরী। তারপর থেকে সন্তান রাজ্যকে নিয়ে যত ব্যস্ততা অভিনেত্রীর।
সন্তান জন্মের পর এখন পরীর কাছে ছেলে রাজ্যই পুরো পৃথিবী। তাকে নিয়ে মাঝে মাঝে সোশ্যালে বিভিন্ন পোস্ট করে থাকেন। স্বামী রাজও জীবনের বিশেষ অংশ। তার সঙ্গে খুনসুটির বিষয়ও মাঝে মাঝে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই নায়িকা।
এদিকে জনপ্রিয় এই নায়িকার ক্রিমের কৌটা স্বামী রাজ খালি করেন বলে জানালেন অভিনেত্রী ও প্রযোজক মেহের আফরোজ শাওন।
সম্প্রতি এক অনুষ্ঠানে শাওন বলেন, রাজ আমাকে বলছিল সে হারবাল চর্চা করে থাকেন। আর পরী বলছিল, তার সব ক্রিমের কৌটা রাজ খালি করেন। শ্যাম্পু, ক্রিম শেষ হলে পরীর থেকে রাজ আগে ধরে ফেলতে পারেন। কারণ সে সব খালি করে দেয়।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
বক্স অফিসে 'পাঠান' এর হাজার কোটির দৌড়
১৪ ফেব্রুয়ারি ২০২৩
প্রেমে পড়েছেন কঙ্গনা!
১৪ ফেব্রুয়ারি ২০২৩
ট্রলের শিকার এ কোন মোনালি!
১২ ফেব্রুয়ারি ২০২৩
র্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা
১২ ফেব্রুয়ারি ২০২৩
শাহরুখের হাতের নীল ঘড়ি ভাইরাল, জানা গেল দাম
১২ ফেব্রুয়ারি ২০২৩
ফিট হওয়া দীঘির মিউজিক ভিডিও হিট হতে পারবে!
১১ ফেব্রুয়ারি ২০২৩