ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩

মা হারালেন ঈশিতা


ডেস্ক রিপোর্ট
209

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ | ০৩:১০:৪৯ পিএম
মা হারালেন ঈশিতা ফাইল-ফটো



না ফেরার দেশে পাড়ি জমালেন ছোটপর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতার মা জাহানারা খান নদী। সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উত্তরায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবার সূত্রে খবর, ঈশিতার মা দীর্ঘ সাড়ে তিন বছর ধরে মরণব্যাধী ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। সেই লড়াই থেমে গেল সোমবার সকালে। মৃত্যুকালে জাহানারা খানের বয়স হয়েছিল ৫৮ বছর।

ঈশিতার মায়ের মৃত্যুর খবরটি ফেসবুকে শেয়ার করেছেন অভিনেতা রওনক হাসান। তিনি লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী রুমানা রশীদ ঈশিতার মা আমাদের ছেড়ে চলে গেলেন। মা হারানোর বেদনার কোনো স্বান্তনা হয় না! মায়ের আত্মার শান্তি কামনা করছি।’

জানা গেছে, সোমবারই সাভারে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে অভিনেত্রী ঈশিতার মা জাহানারা খান নদীকে। এরইমধ্যে ঈশিতার অনেক সহকর্মী তার মায়ের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।


আরও পড়ুন: