ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

ছোট পর্দায় আজকের যত খেলা


ডেস্ক রিপোর্ট
212

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:০২:৩৯ এএম
ছোট পর্দায় আজকের যত খেলা ফাইল-ফটো



আজ ৬ ফেব্রুয়ারি। অন্যান্য দিনের মতো আজও বিশ্ব ক্রীড়াঙ্গনে বেশ কিছু ইভেন্ট রয়েছে। দক্ষিণ আফ্রিকায় চলছে এসএ টি-টোয়েন্টি, আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি। কখন কোন চ্যানেলে কোন খেলাটি দেখাবে তা এক নজরে জেনে নিন।

ইন্ডিয়ান সুপার লিগ

ওড়িশা-গোয়া

রাত ৮টা, স্টার স্পোর্টস ১ ও সিলেক্ট ১

আইএল টি-২০

ওয়ারিয়র্স-জায়ান্টস

রাত ৮টা, টি স্পোর্টস

এসএ-২০

জোবার্গ-কেপটাউন

রাত ৯-৩০ মি., স্পোর্টস ১৮-১

সিরি

 মোনৎসা-সাম্পদোরিয়া

 রাত ১-৪৫ মি, র‌্যাবিটহোল, স্পোর্টস ১৮-১ এইচডি


আরও পড়ুন: