ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩

নজর কেড়েছে নোরার নতুন লুক


ডেস্ক রিপোর্ট
205

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:০২:১৪ এএম
নজর কেড়েছে নোরার নতুন লুক ফাইল-ফটো



বলিউডের মডেল-নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তার নাচের ঝড়ে যেকোনো ভক্ত-অনুরাগীরই হৃদয়ে কাঁপন ধরে। ফ্যাশন সচেতন হিসেবেও বেশ এগিয়ে হার্টথ্রব এ অভিনেত্রী। এবার নতুন লুকে হাজির হয়ে তাক লাগিয়েছেন সবাইকে। দেখতে পুরোপুরি রানীর মতোই লাগছে তাকে।

সম্প্রতি সমাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নোরা। তার পরনে কালো ও সোনালি রঙের মনোকিনি ছিল। মাথায় মুকুট আর পায়ে ছিল সোনালি রঙের জুতা। এমন লুকে প্রিয় অভিনেত্রীকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।

দুবাইভিত্তিক একটি ফ্যাশন ব্র্যান্ডের জন্য এ লুকে ফটোশুটে নোরা ফাতেহি অংশ নেন বলে জানিয়েছে স্পটবয়ের এক প্রতিবেদন।

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।

শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন নোরা ফাতেহি।


আরও পড়ুন: