ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

ক্যাম্প ন্যুয়ে বসবে মেসির ভাস্কর্য


ডেস্ক রিপোর্ট
191

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ | ০৪:১০:২১ পিএম
ক্যাম্প ন্যুয়ে বসবে মেসির ভাস্কর্য ফাইল-ফটো



২০২১ সালের গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান লিওনেল মেসি। বার্সা ছেড়ে দেবার পর থেকেই মেসিকে ফেরানোর জন্য নানা রকমের চেষ্টা করে যাচ্ছে বার্সেলোনা। কারণ বার্সা সমর্থকেরা এখনো মেসিকে ভুলতে পারেননি। তাকে ফেরাতে চেয়েছিল আরো আগেই। কিন্তু সম্প্রতি পিএসজিতে মেসির দুর্দান্ত ফর্ম দেখে নড়েচড়ে বসেছে কাতালান জায়ান্টদের কর্তাব্যক্তিরাও।

২০ বছরের বন্ধন ছিন্ন করে চোখের জলে বিদায় বলে দিয়েছেন                                    প্রিয় বার্সাকে

তবে বার্সা সমর্থকরা এখনও ক্লাবের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রকে ভুলতে পারেননি। তাকে ফেরানোর দাবি উঠতে শুরু করেছিল তখন থেকেই। এরপর এক মৌসুম কেটে গেছে। প্যারিসের নতুন ঠিকানায় ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। শুরু হয়ে গেছে নতুন মৌসুমও। আগের মৌসুমে জ্বলে উঠতে না পারলেও এবার তাকে দেখা যাচ্ছে পুরনো ফর্মে। অন্যদিকে বার্সা তাকে হারিয়ে যে নিজেদের পায়ে কুড়াল মেরেছে, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে।

এতদিন পর মেসিকে 'মিস' করতে শুরু করেছেন কাতালান জায়ান্টদের কর্তাব্যক্তিরাও। আর্থিক অবস্থা খারাপ হওয়ার অজুহাতে যাকে ধরে রাখেননি তারা, এখন তারাই মাথা কুটে মরছেন তাকে ফেরাতে। আগামী মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে সেই চেষ্টাও নাকি করবে তারা। তবে এর আগে ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা জানালেন, ক্লাবের কিংবদন্তি মেসিকে 'অমরত্ব' দিতে চান তারা। আর এজন্য তার ভাস্কর্য উন্মোচন করা হবে ক্যাম্প ন্যুয়ের বাইরে।

গত সপ্তাহান্তে বার্সার সাধারণ সভায় লাপোর্তা বলেন, 'আমরা ক্যাম্প ন্যুয়ের বাইরে মেসির ভাস্কর্য নির্মাণ করব। সিদ্ধান্ত চূড়ান্ত। '

স্পেনের বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, আগামী গ্রীষ্মে মেসিকে ফেরানোর চেষ্টা করবে বার্সা। ওই সময় পিএসজির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদও শেষ হবে। কিন্তু ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের হাতে চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করার সুযোগ আছে। কিন্তু মেসি এখনও এ ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি। আপাতত তার সামনে অপেক্ষা করছে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। এছাড়া পিএসজির হয়েও নিজেকে মেলে ধরতে শুরু করেছেন তিনি। অবশ্য ইনজুরির কারণে রাঁসের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে খেলতে পারেননি মেসি। তবে আগামী মঙ্গলবার বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ফিরবেন তিনি।


আরও পড়ুন: