ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১২ ফেব্রুয়ারি ২০২৩

সরাসরি বাংলাদেশ-ব্রুনাই রুটে ফ্লাইট চালু হচ্ছে


ডেস্ক রিপোর্ট
210

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ | ০৫:১০:১২ পিএম
সরাসরি বাংলাদেশ-ব্রুনাই রুটে ফ্লাইট চালু হচ্ছে ফাইল-ফটো



বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে সরাসরি বিমান চলাচলের দুয়ার খুলছে। এজন্য একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা হচ্ছে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে সরাসরি এয়ারলাইন্স যোগাযোগের। এটা ক্যাবিনেট এগ্রি (সম্মতি) করেছে।

তিনি আরও বলেন, এই চুক্তি হয়ে গেলে বাংলাদেশ বিমান অথবা অন্য যে কোনো এয়ারলাইন্সকে যদি সিলেক্ট (নির্ধারণ) করে দেয়, অথবা ব্রুনাইয়ের কোনো এয়ারলাইন্সকে যদি সিলেক্ট করে দেয়, তাহলে সরাসরি বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে বিমান চলাচল করতে পারবে।


আরও পড়ুন: