ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

মনে মনে তালাক দিলে কি তালাক হয়ে যাবে?


ডেস্ক রিপোর্ট
199

প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৩ | ০১:০১:৪৭ পিএম
মনে মনে তালাক দিলে কি তালাক হয়ে যাবে? ফাইল-ফটো



বিয়ে ও তালাক মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কর্তৃক নির্দেশিত একটি ধর্মীয় বিষয়। ইসলামে বিয়ে-বিচ্ছেদের জন্যে তালাকের বিধান রয়েছে, তবুও ইসলাম তালাককে জায়েজ কাজসমূহের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় কাজ বলে আখ্যায়িত করেছে। তালাক শব্দের আভিধানিক অর্থ বন্ধনমুক্ত করা।

বিয়ে ও তালাক নিয়ে কোরআন-হাদিসে বিস্তারিত আলোচনা রয়েছে। তাই ইসলামের নির্দেশনার বিপরীতে কিছু করলে সেই বিয়ে বা তালাক শুদ্ধ হিসেবে গণ্য হবে না।

এ জন্য মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে তালাক দিলে তালাক হয় না। তালাক হওয়ার জন্য লেখা বা মুখে উচ্চারণ করা জরুরি।

বিয়ে-বিচ্ছেদ প্রতিরোধকল্পে রাসূলুল্লাহ (সা.) একটি হাদিস খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘বিবাহ করো কিন্তু তালাক দিও না। কেননা তালাকের কারণে আল্লাহর আরশ কেঁপে উঠে।’

অতএব, বিয়ে ও তালাকের ক্ষেত্রে মুসলমানদের জন্য মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত নির্দেশগুলো মানা জরুরি।

সূত্র: সহিহ মুসলিম-২৬১, আল-আশবাহ ওয়ান নাযায়ের- ৮৯, বাদায়েউস সানায়ে ৩/১৫৭, আল মাওসূআতুল ফিকহিয়্যাহ-২৩/২৯।


আরও পড়ুন: