জুসের পরিবর্তে দেওয়া হলো ডিটারজেন্ট মেশানো পানি
ডেস্ক রিপোর্ট
200
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৩ | ০২:০১:১২ পিএম
রেস্টুরেন্টে ফলের জুসের পরিবর্তে দেওয়া হয়েছে ডিটারজেন্ট মিশ্রিত পানি। ফলে ডিটারজেন্ট মিশ্রিত পানি খেয়ে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে তাদের পাকস্থলী পরিষ্কার করেন চিকিৎসক। চীনের একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
সোমবার (১৬ জানুয়ারি) চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে এ ঘটনা ঘটে।
এ ঘটনার ভুক্তভোগী গ্রাহক সিস্টার উকং তার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন। কিন্তু রেস্টুরেন্টের এক খাদ্য পরিবেশক ফলের জুসের ডিটারজেন্ট মিশ্রিত পানির বোতল নিয়ে আসেন। পরে তিনি বুঝতে পারেন জুস পরিবেশনের ক্ষেত্রে ভুল হয়েছে। এরপরই ওই সাতজনের সবাইকে একটি হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় রেস্টুরেন্টের পক্ষ থেকে জানানো হয় খাদ্য পরিবেশক ওই নারীর চোখে সমস্যা থাকার কারণে তিনি ভুল করেছেন।
স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, সাত গ্রাহকের সবার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তারা রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করবেন।
উকং বলেন, জুস হিসেবে পরিবেশন করা পানীয়তে প্রথম চুমুকটি দিয়েছিলেন তার স্বামী। চুমুক দেওয়ার পরই তিনি সবাইকে জানান, এর স্বাদ তিক্ত। তারপর তিনি (উকং) এক চুমুক দেন। তারও খুব খারাপ লাগে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
যেমন ছিল নবীজি (সা.)-এর বিনয়
১৬ ফেব্রুয়ারি ২০২৩
ইতিহাসের পাতায় আজকের দিন
১৬ ফেব্রুয়ারি ২০২৩
মিঙ্গেল নয় সিঙ্গেল থেকেও জীবন উপভোগ করা যায়!
১৫ ফেব্রুয়ারি ২০২৩
ইতিহাসের পাতায় আজকের দিন
১৪ ফেব্রুয়ারি ২০২৩
আজ সুন্দরবন দিবস
১৪ ফেব্রুয়ারি ২০২৩
কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে যে সুরা পাঠ করলে
১৪ ফেব্রুয়ারি ২০২৩