ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার জানসেন


ডেস্ক রিপোর্ট
214

প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৩ | ০২:০১:১৬ পিএম
আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার জানসেন ফাইল-ফটো



সাম্প্রতিক সময়ে বল হাতে ভালো করছেন দক্ষিণ আফ্রিকান তরুণ মার্কো জানসেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২০২১ সালের শেষ দিকে অভিষেকের পর থেকে দুর্দান্ত তিনি। তার  এই অর্জনে মাত্র ২২ বছর বয়সে  জিতে নিলেন আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের খেতাব।

এই বয়সেই বল হাতে দুর্দান্ত জানসেন। অভিষেকের বছরেই ওয়ানডেতে ২ দুটি ও টি-২০'তে একটি উইকেটের পাশাপাশি লাল বলে ৩৬ উইকেট নেন এই পেসার। দারুণ ফর্মে থাকার পুরস্কার পেতেও তাই খুব বেশি অপেক্ষা করতে হলো না।

দক্ষিণ আফ্রিকার হয়ে জানসেন ইতোমধ্যে একটি টি-২০, তিনটি ওয়ানডে এবং ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন। তাতে তিন ফরম্যাট মিলিয়ে মোট উইকেট নিয়েছেন ৪৪টি।

আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হওয়ার লড়াইয়ে জানসেনের প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতের তারয়াক বোলার আর্শদীপ সিং, নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।

বলাই যায়, কঠিন লড়াই করতে হয়েছে এই পেসারকে। কারণ, সমসাময়িক সময়ে দুর্দান্ত করেছেন ভারতের আর্শদীপও। তবে ২০২২ সালে ১৩ দশমিক ৫০ গড়ে ১৪ উইকেট নেয়া জানসেনকেই বেছে নিয়েছেন জুরি বোর্ডের সদস্যরা।


আরও পড়ুন: