ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১২ ফেব্রুয়ারি ২০২৩

চালাচ্ছিলেন ফেসবুক অতঃপর মায়ের বকা অভিমানে গলায় ফাঁস


ডেস্ক রিপোর্ট
210

প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৩ | ১১:০১:১৮ এএম
চালাচ্ছিলেন ফেসবুক অতঃপর মায়ের বকা অভিমানে গলায় ফাঁস ফাইল-ফটো



নীলফামারীর সৈয়দপুরে মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়েছেন কলেজছাত্রী তাসফিয়া জান্নাত তিথি।

বুধবার (জানুয়ারি ২৫) সৈয়দপুর উপজেলার চাঁদনগর এলাকার এ ঘটনা ঘটে। ১৭ বছরের তাসফিয়া জান্নাত তিথি ওই এলাকার মাসুম আহম্মেদ তানসেন ও রাজদুলারী দম্পতির মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন ।

স্বজনরা জানান, সন্ধ্যায় পড়ার টেবিলে বসে মোবাইলে ফেসবুক চালাচ্ছিলেন তিথি। এ নিয়ে তার মা তাকে অনেক বকাবকি করেন। পরে রাতের খাবার খেয়ে দরজা বন্ধ করে ঘুমাতে যান তিথি। পরদিন সকাল ১১টার দিকে অনেক ডাকাডাকি করে তার কোনো সাড়া পাননি তার মা। এরপর প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়। পরে দরজা ভেঙে তিথির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

অতিরক্তি পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সবকিছু পর্যবেক্ষণের পর মেয়েটি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে স্বজনদের অনুরোধে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।


আরও পড়ুন: