ইজতেমার দ্বিতীয় পর্বে ছয়জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
201
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৩ | ১০:০১:১৯ এএম
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমার ময়দানে আবু তাহের নামে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি। মৃত আবু তাহের কিশোরগঞ্জ জেলার সৈয়দ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বকয়কারী মো. সায়েম। তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে খিত্তায় স্বাভাবিকভাবে মারা যান আবু তাহের। এ নিয়ে গত তিনদিনে ইজতেমায় ছয়জন মুসল্লি মৃত্যু হয়েছে। ইজতেমা ময়দানে জানাজা শেষে লাশ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে গত বৃহস্পতিবার ভোর থেকে শনিবার পর্যন্ত শারীরিক অসুস্থতাজনিত কারণে ৫ মুসল্লির মৃত্যু হয়েছে।
মৃত মুসল্লিরা হলেন- রাজধানীর কদমতলী থানাধীন পূর্ব জুরাইনের আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান, রাজধানীর গুলিস্তান বঙ্গবাজার এলাকার মৃত হাজী ওয়াইজুল্লাহর ছেলে হাজী মো. বোরহান উদ্দিন, বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম, গাইবান্ধার মৃত মো. শুক্কুর মোল্লার ছেলে মো. আব্দুল হামিদ মোল্লা ও সাভারের আব্দুল আলিমের ছেলে মফিজুল ইসলাম।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
যেমন ছিল নবীজি (সা.)-এর বিনয়
১৬ ফেব্রুয়ারি ২০২৩
ইতিহাসের পাতায় আজকের দিন
১৬ ফেব্রুয়ারি ২০২৩
মিঙ্গেল নয় সিঙ্গেল থেকেও জীবন উপভোগ করা যায়!
১৫ ফেব্রুয়ারি ২০২৩
ইতিহাসের পাতায় আজকের দিন
১৪ ফেব্রুয়ারি ২০২৩
আজ সুন্দরবন দিবস
১৪ ফেব্রুয়ারি ২০২৩
কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে যে সুরা পাঠ করলে
১৪ ফেব্রুয়ারি ২০২৩