ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১২ ফেব্রুয়ারি ২০২৩

রোববার এমআরটি লাইন-৬ চলবে ৯ ঘণ্টা


ডেস্ক রিপোর্ট
191

প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৩ | ০৫:০১:৫০ পিএম
রোববার এমআরটি লাইন-৬ চলবে ৯ ঘণ্টা ফাইল-ফটো



বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ আগামী ২২ জানুয়ারি (রোববার) ৯ ঘণ্টা চালানো হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একইসঙ্গে এও জানিয়েছে, এই দীর্ঘ সময় যাত্রীদের চলাচলের সুবিধার্থে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কোম্পানির যুগ্ম সচিব মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে।

অফিস আদেশে বলা হয়, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত ২২ জানুয়ারি পর্যন্ত টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত উপলক্ষে যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে আগামী রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত এবং বিপরীতক্রমে বিরতিহীনভাবে মেট্রোরেল চলাচল করবে।

আরও বলা হয়, এই উপলক্ষে যাত্রী সাধারণের চলাচল ব্যবস্থাপনার সুবিধার্থে শুধুমাত্র ২২ জানুয়ারি বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দু'টিতে (উত্তরা উত্তর ও আগারগাঁও) এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।


আরও পড়ুন: