ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩

আর কতোদিন চুপ থাকবো আমি?


ডেস্ক রিপোর্ট
184

প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৩ | ০৩:০১:৩০ পিএম
আর কতোদিন চুপ থাকবো আমি? ফাইল-ফটো



নাটকের প্রিয়মুখ মেহেজাবীন চৌধুরী। দীর্ঘদিন ধরে নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে নিজের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দেন এই অভিনেত্রী। তা নিয়ে শুরু হয়ে যায় তোলপাড়। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। মেহেজাবীন তার ওই স্ট্যাটাসে লেখেন, এভাবে আর কতোদিন চুপ থাকবো আমি? [caption id="attachment_8905" align="alignnone" width="699"]মেহজাবিন স্ট্যাটাস মেহজাবিন স্ট্যাটাস[/caption] হঠাৎ এমন স্ট্যাটাস কেন? এর পেছনের কারণ এখনও জানা যায়নি। তবে তার সমর্থকরা বিভিন্ন কমেন্টস করছে সেই স্ট্যাটাসে। শাপলা আক্তার কণিকা নামের একজন কমেন্ট করেছে, বিয়ের কয় বছর হলো? রাজীব ভাইয়ের সাথে ঝগড়া চলে নাকি?


আরও পড়ুন: